বলিউডবিনোদন

Urfi Javed: কমলার স্কার্ট সাথে সিল্কের ব্রা! কনিকা কাপুরের গানে তুমুল নাচ উরফির, আবারো নেটদুনিয়ায় কটাক্ষের শিকার তিনি

Advertisement
Advertisement

বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে উরফি জাভেদ বেশ পরিচিত। কোনো না কোনো কারণে তিনি মিডিয়াতে চর্চায় থাকেন সারাক্ষণ। উরফি নিজের বিতর্কিত মন্তব্যের জন্যই বারংবার বিতর্কে জড়ান নেটদুনিয়ায়। উরফি জাভেদ ও বিতর্ক বর্তমানে একে অপরের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিগ বস ওটিটির প্রতিযোগী হিসেবেই উরফি জাভেদকে চেনেন সকলে। বিগবসের মঞ্চে প্রতিযোগী থাকাকালীনই দর্শকদের মাঝে বিপুল পরিচিতি এসেছে তার। নেটমাধ্যমে উরফি নিজের হাটকে সাজগোজের জন্য এবং পোশাকের জন্যই বিতর্কে জরান বারংবার। সম্প্রতি আবারও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। নিজের অদ্ভুত পোশাকের জন্যই আবারো নেটিজেনদের মাঝে ট্রোল হলেন তিনি।

Advertisement
Advertisement

Advertisement

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। যেখানে তাকে শুধুমাত্র কমলা রঙের স্কার্টে এবং সিল্কের ব্রা’তে দেখা গিয়েছে। স্কার্টের উপর শুধুমাত্র সিল্কের ব্রা পরেই ক্যামেরার সামনে চলে এসেছেন উরফি জাভেদ। এই পোশাকে কণিকা কাপুরের হিট গান ‘মধুবন মে রাধিকা’য় তুমুল নেচেছেন তিনি। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের। উরফির এই নাচের ভিডিও সকলের সামনে আসতেই আবারো নেটমাধ্যমে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

Advertisement
Advertisement

উরফি জাভেদ এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে গিয়েছে অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। আর ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কারোর মতে, প্রতিনিয়ত খারাপ কথা শুনেও তার কোনো লজ্জা নেই। আবার কেউ সোজাসোজি জানতে চেয়েছেন, তার ঠান্ডা লাগে কিনা? কেউ কেউ তার রূপে এবং গায়ের রং-এ মুগ্ধ হয়েছেন। আবার উরফি জাভেদের কোন অনুরাগী জিজ্ঞাসাই করে বসেছেন, তিনি এত ফর্সা কেন? বলাই বাহুল্য, নেতিবাচক মন্তব্যের পাশাপাশি বহুমানুষ তার ভিডিওতে ইতিবাচক মন্তব্যও করেছেন।

একটি সাক্ষাৎকারে উরফি জানিয়েছিলেন, তার বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করে থাকেন তাদের বেশিরভাগজনই মুসলিম। এই কথার প্রেক্ষিতে তিনি আরো বলেন, তিনি কোনদিন মুসলিম সম্প্রদায়ের কাউকে বিয়ে করবেন না কারণ তারা নিজেদের সম্প্রদায়ের মেয়েদের দমিয়ে রাখতে চায়। তাদের কোনো মতেই উপরে উঠতে দিতে চায় না। তার এমন মন্তব্যে মিডিয়াতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। অনেকেই তার এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তারা এমন মন্তব্য মোটেই করা উচিৎ হয়নি বলেই মত অনেকের। আসলে উরফি সবটাই করেন মিডিয়াতে চর্চায় থাকার জন্য।

Advertisement

Related Articles

Back to top button