Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘যারা বন্দে মাতরম বলবে না, তাদের ভারতে বাস করার কোন অধিকার নেই’ : কেন্দ্রীয় মন্ত্রী

'যারা ভারতের স্বাধীনতা, একতা গ্ৰহণ করবে না এবং বন্দে মাতরম বলবে না, তাদের এদেশে বাস করার কোন অধিকার নেই', এই কথা বলে আবার বিতর্কে জড়ালেন এক কেন্দ্রীয় মন্ত্রী। সিএএ নিয়ে…

Avatar

‘যারা ভারতের স্বাধীনতা, একতা গ্ৰহণ করবে না এবং বন্দে মাতরম বলবে না, তাদের এদেশে বাস করার কোন অধিকার নেই’, এই কথা বলে আবার বিতর্কে জড়ালেন এক কেন্দ্রীয় মন্ত্রী। সিএএ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি আজ বলেছেন একথা। তিনি বলেন, ‘যারা দেশের সম্পত্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে তারা আর যাই হোক দেশপ্রেমিক নয়’।

এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যারা দেশে আগুন ধরাচ্ছে তারা দেশপ্রেমিক নয়। যারা ভারতের স্বাধীনতা, ঐক্য, বন্দে মাতরমকে মেনে নেয় না তাদের দেশে থাকার কোনও অধিকার নেই।’ তিনি কংগ্রেসকে সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। সিএএ আনার জন্য জনগণের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ক্ষমতায় আসতে মরিয়া কেজরিওয়ালের সরকার, প্রকাশ করল ‘গ্যারান্টি কার্ড’

সংশোধিত নাগরিকত্ব আইন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীরা যারা ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতে এসেছিল তাদের ভারতে নাগরিকত্ব দেওয়ার জন্য পাশ হয় ২০১৯ এর ডিসেম্বরে। সংসদের দুই কক্ষে আইনটি পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে একের পর এক রাজ্যে বিরোধীরা আইনটি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে, সরকারি সম্পত্তি নষ্ট করতে থাকে। এই পরিস্থিতিতে গত ১০ই জানুয়ারি সারা দেশে লাগু হয়ে যায় এই আইন।

About Author