নিউজদেশ

বাজেট ২০২৩ ভাগ্য খুলে দিতে পারে সরকারি কর্মচারীদের, একধাক্কায় মোটা টাকা বেতন বাড়বে

আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Advertisement
Advertisement

নতুন বছরের সবচেয়ে বড় আকর্ষণ উপস্থিত হবে শীঘ্রই। আসলে আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষ যে সেই বাজেটের দিকে তাকিয়েই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে এই বাজেটের দিকে চেয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আসলে যদি কেন্দ্রীয় সরকার বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিনটি বড়সড় দাবি মেনে নেন, তাহলে তাদের বাম্পার বেতন বৃদ্ধি হবে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিনটি প্রধান বড় দাবি হল ডিএ বৃদ্ধি, ডিএ এরিয়ার বৃদ্ধি এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি। দাবি মতো কেন্দ্রীয় সরকার যদি আগামী বাজেটে এই তিনটি শর্ত মেনে নেন তাহলে অনেকটাই বেতন বেড়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। করোনা সংক্রমণের সময় থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে।

Advertisement

এছাড়াও দীর্ঘদিন ধরেই কর্মচারীরা বেতনের স্তর বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছে। দাবি জানানো হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির। কেন্দ্র সরকারের কর্মচারীদের অনুযায়ী যদি এই শর্ত মেনে নেয়া হয় তাহলে এখন সরকারি কর্মচারীদের যেই ন্যূনতম বেসিক স্যালারি ১৮ হাজার টাকা আছে তা হয়ে দাঁড়াবে ২৬ হাজার টাকা। অর্থাৎ চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি মেনে নিলে কর্মচারীদের ন্যূনতম বেসিক স্যালারি ৮ হাজার টাকা করে বৃদ্ধি পাবে। অন্যদিকে কেন্দ্র সরকারি কর্মচারীদের দিয়ে বছরে ২ বার বৃদ্ধি পায়। গত জুলাইয়ে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ শতাংশ করে বৃদ্ধি পেয়েছিল এবং এবারও কর্মচারীরা কমপক্ষে ৩ শতাংশ বেশি ডিএ পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button