বলিউডবিনোদন

করোনা যুদ্ধে সামিল টুইঙ্কল-অক্ষয়, দান করলেন ১০০ অক্সিজেন কনসেন্ট্রেটর

Advertisement
Advertisement

বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

Advertisement
Advertisement

টলিউডে একের পর এক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হচ্ছেন। জিৎ (jeet), শুভশ্রী (subhasree ganguly), রুক্মিণী মৈত্র (Rukmini maitra), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), উজান গাঙ্গুলী (ujan ganguly), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee), বাদ যাচ্ছেন না কেউই। ইতিমধ্যেই রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার নিখিল জৈন (Nikhil jain) 1,00,000 লিটার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। অপরদিকে সুনীল শেঠি (suniel shetty) টাই আপ করেছেন কেভিএন ফাউন্ডেশনের সঙ্গে।

Advertisement

কেভিএন ফাউন্ডেশনের নতুন প্রকল্প ‘feed my city to provide oxygen concentrators’-এ যোগ দিয়েছেন সুনীল। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরুতে বিনামুল‍্যে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ শুরু হয়ে গিয়েছে। এদিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়কুমার (Akshay kumar) ও টুইঙ্কল খান্না (twinkle khanna)। ইন্সটাগ্রামে পোস্ট করে টুইঙ্কল জানিয়েছেন, তিনি ও অক্ষয় করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। ইতিমধ্যেই তাঁরা 100 অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছেন।

Advertisement
Advertisement

গত 4 ঠা এপ্রিল অক্ষয়কুমার নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় নিজের উপলব্ধির কিছু অংশ ইন্সটাগ্রামে শেয়ার করেছেন টুইঙ্কল। তিনি বলেন, নিজের পরিবারের সদস্য অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে সেখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। টুইঙ্কল নেটিজেনদের অনুরোধ করেছেন সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য। এর আগেও অক্ষয় প্রাক্তন ক্রিকেটার ও দিল্লির বিধায়ক গৌতম গম্ভীর (Gautam gambhir)-এর স্বেচ্ছাসেবী সংগঠনের করোনা তহবিলে 1 কোটি টাকা আর্থিক সাহায্য দান করেছিলেন।

Advertisement

Related Articles

Back to top button