কলকাতানিউজপলিটিক্সরাজ্য

এবার নির্বাচনেও ‘টুম্পা সোনা’, মাতাবে বামেদের ব্রিগেড

×
Advertisement

কলকাতা: সবাইকে অবাক করে ‘টুম্পা সোনা’ (Tumpa Sona) গানে ব্রিগেড (Brigade) সমাবেশের প্রচার শুরু করেছে বামেরা (CPIM)। জনসমাগম টানতেই এই উদ্যোগ। সিপিএম নেতারাই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘টুম্পা সোনা’ গান তুলে ধরে ব্রিগেডের প্রচার চলছে।

Advertisements
Advertisement

ব্রিগেডের সমাবেশে লোক টানতে গানের কথাকে ঘুরিয়েফিরিয়ে ব্রিগেডমুখী করে তোলাই উদ্দেশ্য।কথার অদলবদল কেমন জানেন? কয়েকটা লাইন খেয়াল করলেই বোঝা যাবে। বলা হচ্ছে, ‘টুম্পা/তোকে নিয়ে ব্রিগেড যাব/টুম্পা/চেন ফ্ল্যাগে মাঠ সাজাব/টুম্পা/২৮ শে তুলব আওয়াজ/টুম্পা/মোদি-দিদি সব ভোগে যাক।’ সুতরাং, বার্তা স্পষ্ট। আর যুব প্রজন্মকে কাছে টানতে টুম্পার উপর ভর করেই চলছে ব্রিগেডের প্রচার। এমনকী সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ফেসবুক পেজেও ‘টুম্পাসোনা’র অবাধ বিচরণ। বামপন্থী সমর্থক হোক কিংবা বিরোধী – সিপিএমের সুরে ‘টুম্পা সোনা’র নয়া অবতার এখন হোয়াটসঅ্যাপেও ঘুরে বেড়াচ্ছে।

Advertisements

ব্রিগেডের সঙ্গে বামেদের সম্পর্ক দীর্ঘদিনের। উনিশের লোকসভা ভোটের আগেও ব্রিগেড সমাবেশ করেছিল বামেরা। একুশের ভোটে অবশ্য রাজনৈতিক সমীকরণ খানিকটা বদলেছে। একা বাম নয়, এবার ব্রিগেডের মেগা প্রচারে থাকছে বাম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা আর প্রচুর সমর্থক। কারণ, এই তিন দল এবার জোট বেঁধে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়ছে। টার্গেট এবার তাই – ১০ লক্ষ। বাম কর্মী, সমর্থকদের ইতিমধ্যেই বার্তা দেওয়া হচ্ছে – ‘আপনি আসুন, সঙ্গে আরও ২ জন।’ এভাবেই বেঁধে দেওয়া হচ্ছে লক্ষ্যমাত্রা। ২৮ ফেব্রুয়ারির ব্রিগেড নিয়ে খুব আশাবাদী বাম নেতৃত্ব। বিশেষত জেলাগুলিতে আশায় বুক বাঁধছেন কর্মীরাও। তাঁদের মতে, এবারের ব্রিগেড সমাবেশ ছাপিয়ে যাবে আগের সব সমাবেশকে। এই ব্রিগেডে আবার সঙ্গী ‘টুম্পাসোনা’। ফলে আশা বিফলে যাবে না বলেই মনে করছেন লাল নিশানধারীর দল।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button