Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA Hike Update: লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য বড় খবর, এবার মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য সরকার

দীপাবলীর সময় কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ করানোর সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে এক ধাক্কায় অনেকটা লাভ পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অন্যদিকে রাজ্য সরকার কিন্তু…

Avatar

দীপাবলীর সময় কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ করানোর সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে এক ধাক্কায় অনেকটা লাভ পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অন্যদিকে রাজ্য সরকার কিন্তু এখনো তাদের কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ায়নি। তবে এবার তারি মধ্যে অন্য একটি রাজ্য সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছিল এবং সেই সময় মহার্ঘ ভাতা হয়েছিল ৫০ শতাংশ। আবারো কেন্দ্রীয় সরকার তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এবারে কেন্দ্রীয় সরকারের পদাঙ্ক অনুসরণ করে অন্য একটি রাজ্য সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে সেই রাজ্যের কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা পৌঁছে যাবে ৩০ শতাংশ।

এক ধাক্কায় ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে এই রাজ্য সরকার। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এর ফলে মহার্ঘ ভাতার ব্যবধান ২৮ শতাংশ থেকে কমে হয়ে যাবে ২৩ শতাংশ। এর ফলে আর্থিক চ্যালেঞ্জ এর পরিমাণ অনেকটা কমবে। পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার অনেকটা উন্নতি হবে। এই পদক্ষেপটি সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে এবং মুদ্রাস্ফীতি মোকাবেলায় তাদেরকে সহায়তা করবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই রাজ্যটি হল ত্রিপুরা। সম্প্রতি ত্রিপুরা সরকার তাদের রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্য সরকারের অতিরিক্ত ৫০০ কোটি টাকা খরচ হবে। তবে একই সাথে ১.৬ লক্ষ্য সরকারি কর্মচারী এবং ৮২ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। সপ্তম বেতন কমিশন অনুযায়ী ১ অক্টোবর ২০১৮ থেকে রাজ্যে মহার্ঘ ভাতা গণনা শুরু হয়েছে। এই মুহূর্তে এই রাজ্যের কর্মচারীরা পেয়ে যাচ্ছেন ২৫ শতাংশ করে মহার্ঘ ভাতা। তবে এই নতুন ঘোষণার পরে এবারে তারা পেয়ে যাবেন ৩০ শতাংশ করে মহার্ঘ ভাতা।

About Author