নিউজপলিটিক্সরাজ্য

পরিস্থিতি খুব কঠিন, জিতেন্দ্র তিওয়ারি নয়া টুইটে জল্পনা তুঙ্গে

সোমবার সকালে টুইটারে তিনি জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন আর এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র দৃঢ় মানুষেরা বেরিয়ে যেতে পারে

×
Advertisement

পরিস্থিতি খুব কঠিন। পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) নতুন বিতর্কিত ট্যুইটের পর আবারো একবার জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতি মহলে। এখনো পর্যন্ত দলের সম্পর্ক তার সঙ্গে পরিষ্কার হয়নি। তার মধ্যে নতুন করে এই টুইট করে জল্পনা উস্কে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। আমেরিকার একটি প্রবাদ বাক্য উদ্ধৃত করে পাণ্ডবেশ্বর এর বিধায়ক সোমবার লিখলেন,” হোয়েন দ্য গোয়িং গেটস টাফ, দা টাফ গেটস গোয়িং।” যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, যখন পরিস্থিতি কঠিন হয়, তখন শুধুমাত্র দৃঢ় মানুষ তার মোকাবিলা করতে পারে।

Advertisements
Advertisement

১৬ ডিসেম্বর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি এবং আসানসোল পুরসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তারপর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। মান-অভিমানের পালা দলের সঙ্গে মিটয়ে নিয়ে দলে আবারও কাজ করার কথা উঠেছিল। তবে জানা গিয়েছে এখনো পর্যন্ত তার কাছে তার পুরনো পথ ফিরিয়ে দেয়া হয়নি। এই কারণে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

Advertisements

অন্যদিকে, তৃণমূলে ফিরে এলে ও তার ডানা ছাটা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা কমিটি থেকে জিতেন্দ্র কে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগে এই পদে আসীন ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু ডানা ছাটার পরে পুরনো রা সকলেই রয়েছেন, কিন্তু জিতেন্দ্র কে আর ফেরানো হয়নি। নতুন মুখ যোগ দিয়েছেন আরো অনেকে। তাহলে কি ওই বিষয়টির প্রতিক্রিয়ায় তিনি দিলেন তার নিজের টুইটে? রাজনৈতিক মহলে এই নিয়ে উঠছে প্রশ্ন। এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে যাবেন কিনা। তবে তার টুইটের পরে এই জল্পনা অনেকাংশে বেড়ে গেল

Advertisements
Advertisement

Related Articles

Back to top button