Today Trending Newsনিউজরাজ্য

Tornedo Hits in Ashoknagar: টর্নেডোর ধাক্কায় লন্ডভন্ড অশোকনগর, গুমা! ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

বাড়ির দেয়াল ভেঙে আহত হয়েছেন দু'জন সাধারন মানুষ

Advertisement
Advertisement

ঘূর্ণিঝড় যশ আসার আগে মঙ্গলবার হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনার হালিশহরে টর্নেডো পরিলক্ষিত হয়েছিল। এবারে যশের তাণ্ডবের পর মাত্র দুই থেকে তিন মিনিটের টর্নেডো একেবারে লন্ডভন্ড করে দিল উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং গুমা এলাকা। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ এই টর্নেডো অশোকনগর থানা এলাকার গুমার খ্রিস্টান পাড়া এবং কালিকাপুর এলাকায় তান্ডব চালায়।

Advertisement
Advertisement

মাত্র ৩ মিনিট মত এই টর্নেডো দেখা গিয়েছিল, কিন্তু তাতেই গুমার বেশ কিছু অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৭টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু বাড়ির দেয়াল ভেঙে গিয়েছে। বাড়ির দেয়াল ভেঙে আহত হয়েছেন ২জন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, তাদের বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকাল ৯ টা ২০ নাগাদ তারা একটি কালো ঝড় দেখতে পান একেবারে টর্নেডোর মত আকারের। তার গতিবেগ ছিল প্রচন্ড। কিছু বুঝতে পারার আগেই এই টর্নেডোর প্রভাবে গুমা অঞ্চলের দুটি গ্রামের বহু বাড়ী লন্ডভন্ড হয়ে যায়। এখনো পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু বাড়িঘর এবং বাড়ির ভিতরকার আসবাবপত্র বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার হালিশহর এবং ব্যান্ডেলের দিকে দেখা গেছিল টর্নেডো। মাত্র কয়েক মিনিটের সেই টর্নেডোর ফলে সেখানকার ৪৩টি বাড়ি একেবারে লন্ডভন্ড হয়ে যায়। ঘূর্ণিঝড় যশ পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। তবে তার জন্য বর্তমানে বৃষ্টিপাত চলছে। রয়েছে ভরা কোটালের আশঙ্কা। তারই মধ্যে টর্নেডোর আতঙ্কে এখন থরহরি কম্পমান অশোকনগর এবং গুমার বাসিন্দারা।

Advertisement

Related Articles

Back to top button