নিউজরাজ্য

Today Weather Report: কালবৈশাখীর সম্ভাবনা, কলকাতা সহ এইসব জেলায় তুমুল ঝড়বৃষ্টি

আজ কলকাতায় পুনরায় কালবৈশাখীর সম্ভাবনা আছে

×
Advertisement

বৃহস্পতিবার বৃষ্টি হলেও তেমন কিছু উন্নতি হলো না বাংলার আবহাওয়ায়। আজ শুক্রবার এবং আগামীকাল অর্থাৎ শনিবার আবারো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ব্যাপক ঝড় বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকালের তুলনায় গরম কিছুটা বেশি থাকলেও, আজকে বিকেলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলায়। উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements
Advertisement

তবে রবিবার এবং সোমবার আবারও বাড়বে তাপমাত্রা। ফের তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কিছু জেলায়। পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে সোমবার। অন্যদিকে আবার চলতি মরশুমে বর্ষা কিছুটা দেরি করে ঢুকেছে। আন্দামানে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করলেও, কেরলে বর্ষা প্রবেশ করতে কিছুটা সময় নেবে। এমনিতে প্রত্যেক বছর ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। কিন্তু এবছর ৪ঠা জুন কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। এর ফলে কেরলের পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া কিছুটা রকম ফের দেখা যেতে পারে।

Advertisements

Advertisements
Advertisement

উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের একেবারে উত্তরের ৩টি জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মোটামুটি ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি ২৪ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Back to top button