দেশনিউজ

দিল্লি মেট্রোয় চলবে চালকবিহীন ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

নয়াদিল্লি: দেশে এই প্রথম পরিবহন ব্যবস্থায় এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। দিল্লি মেট্রোয় চলবে চালকবিহীন ট্রেন। আজ, সোমবার এই চালকবিহীন মেট্রোর যাত্রাপথের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, দিল্লি মেট্রোর জনকপুরি ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মেজেন্টা লাইনে এই চালকবিহীন মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement

এর পাশাপাশি আজ তিনি ন্যাশনাল কমন মবিলিটি কার্ড সার্ভিসের উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে। এ প্রসঙ্গে পিএমও অফিস থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, দিল্লি মেট্রো কর্তৃপক্ষের এই অভিনব ভাবনা বাস্তবায়িত হলে পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে। অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বে মেট্রোর মধ্যে ৭% চালকবিহীন মেট্রো চলে। দিল্লিতে আজকে তার সূচনা হওয়ার মাধ্যমে এডিট ক্লাবে ঢুকে পড়বে ভারতীয় মেট্রো। যা ভীষণ গর্বের।

Advertisement

অন্যদিকে, ন্যাশনাল কমন মবিলিটি কার্ড চালু করার মাধ্যমে দিল্লির এয়ারপোর্ট-এক্সপ্রেস লাইনে যাত্রীদের অনেক সুবিধা দেওয়া হবে। এর ফলে রূপে অথবা ডেবিট কার্ড যাদের থাকবে, তারা এই কার্ড ব্যবহার করে নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবে। সব মিলিয়ে বছর শেষে এক নতুন আধুনিকতায় পা রাখতে চলেছে রাজধানী, এমনটা বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button