- 1849 সালে আজকের দিনেই উইলিয়াম কুপার একজন অস্ট্রেলীয় ক্রিকেটার জন্মগ্রহণ করেন।
- 1908 সালে আজকের দিনে ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু জন্মগ্রহণ করেন।
- 1877 সালে প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক জেমস জিন্স আজকের দিনে জন্মগ্রহণ করেন।
- 1987 সালে প্রখ্যাত হিন্দি ভাষার কবি মহাদেবী বর্মা আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন।
- 1987 সালে প্রগতি রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন আজকের দিনে মৃত্যুবরণ করেন।