Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“প্রধানমন্ত্রীকে সারাদিন গালিগালাজ করতে বলা হত”, দল ছেড়ে বিস্ফোরক দীনেশ ত্রিবেদী

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছ দলবদল ইস্যু। প্রায় প্রতিদিন রাজ্যে বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দল ছাড়ছেন ও বিজেপিতে…

Avatar

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছ দলবদল ইস্যু। প্রায় প্রতিদিন রাজ্যে বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দল ছাড়ছেন ও বিজেপিতে যোগদান করছেন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের ভাঙ্গন রোখার চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারছেন না তিনি। এবার দলের প্রতি বিদ্রোহী হয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে আচমকা গতকাল ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। তিনি একই সাথে দল ও পদ দুই ছেড়েছেন।এরপর আজ দীনেশ ত্রিবেদী জানিয়েছেন যে, “প্রতিদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে গালাগালি করতে বলা হত। কিন্তু আমি স্রেফ বিরোধিতার খাতিরে সমালোচনা নীতিতে বিশ্বাসী নয়। এছাড়াও তৃণমূলে দলের অন্দরে অনেক সমস্যা হচ্ছিল। যা ব্যক্তিগতভাবে আমার একদমই পছন্দ ছিল না। তাই আমি দলত্যাগ করেছি।” এর মাধ্যমে বোঝা যায় যে দীনেশ ত্রিবেদী আচমকা ইস্তফাপত্র জমা দেয়নি। বেশ কিছুদিন ধরে তার অন্তরে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তিনি আরো জানিয়েছেন, “রাজ্যসভার মত পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি মানুষের জন্য কাজ করতে পারছিনা। সেটা আমার কাছে বড় দুর্ভাগ্যের বিষয়।”এছাড়াও তিনি আজকে জানিয়েছেন, “আমি ভীষ্ম পিতামহের মত হতে চাইনি। হিংসা এবং অন্যায়ের সময় কোন রকম শব্দচয়ন করার জন্য তাকে মহাভারতের দোষারোপ করা হয়। কিন্তু দলের অন্তরে ঘটা ঘটনা আমি মুখ বুজে সহ্য করে নিতে পারিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় হামলার ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত হয়েছিলাম। তখন আমি হিংসার বিরুদ্ধে কথা বলায় দলের পছন্দ হয়নি। এমনকি প্রত্যেকটি বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে গালিগালাজ করতে বলা হত। কিন্তু সেটা আমার মূল্যবোধের সাথে একদমই খাপ খায় না। প্রধানমন্ত্রীর যদি কিছু ভালো করেন তাহলে অবশ্যই সেটাকে আমি ভালো বলবো।”
About Author