‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মোড় ঘুরতে চলেছে। নিখিল-শ্যামার প্রেমে তৃতীয় ব্যক্তির পাকাপাকি এন্ট্রি হতে চলেছে। এতদিন ধরে আমরা নিখিল-শ্যামাকে ‘কৃষ্ণকলি’র পুজোর সেটেই দেখে এলাম। এই বারের দুর্গাপুজোয় নিখিল আর শ্যামা শ্যুটিং আর পুজো দারুনভাবে এনজয় করলেও এবারে আসতে চলেছে বিচ্ছেদের সুর। এই ধারবাহিকের প্রতিটি পর্বেই থাকছে ট্যুইস্ট। মামের হত্যা, শ্যামার কিডন্যাপিং এমনকি গাড়ি দুর্ঘটনায় ব্রিজ ভেঙে গাড়ি উল্টে যাওয়া এবং শ্যামার বারাণসী পৌঁছনোর ঘটনা। আবার এক লাফে পার ১৮ বছর পার। সবমিলিয়ে জমজমাট কৃষ্ণকলি। এরই মধ্যে দেখা যাচ্ছে যে এক কিশোরীর মা শ্যামা। মায়ের মতোই দেখতে শ্যামাকে। মিষ্টি গলায় গান গায় সেও। এদিকে নিখিল সব ভুলে মদ্যপানকে সঙ্গী করেছে। এমন টান টান উত্তেজনা পর্বেও নিখিল-শ্যামার অফস্ক্রিন রোম্যান্স কিছুতেই থামছে না। হাতে হাত রেখে এই দুই জুটি কখনো একসঙ্গে হাসছে, কখনো বা খুনসুটি তো কখনো উদ্দাম নাচ। তেমনই এক নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন………
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরিল লাইফে যত অঘটন ঘটুক না কেন রিয়েল লাইফে এঁরা একে অপরের দারুন বন্ধু। সারাক্ষণ নানা রকম মজা করতে দেখা যায় তাঁদের। এবার ভাইরাল হল সেই ভিডিও যেখানে নীল শ্যুটিংয়ের মাঝখানে শ্যামাকে কোলে তুলে নিয়ে নাচে।