Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: বয়সকে তুড়ি মেরে বৃষ্টিতে ভিজে গোবিন্দর গানে নাচ এই ব্যক্তির, নেটিজেনরা বললেন, আরে চাচা দারুন!

গরমের দাবদাহে যখন বৃষ্টি নেমে আসে, তখন মনটাও ভিজে যায়। এই বৃষ্টির দিনগুলোকে আরও আনন্দময় করে তুলতে অনেকেই নানা রকমের চেষ্টা করে থাকেন। এই বৃষ্টির দিনে নিজের মনকে আনন্দে মাতিয়ে…

Avatar

গরমের দাবদাহে যখন বৃষ্টি নেমে আসে, তখন মনটাও ভিজে যায়। এই বৃষ্টির দিনগুলোকে আরও আনন্দময় করে তুলতে অনেকেই নানা রকমের চেষ্টা করে থাকেন। এই বৃষ্টির দিনে নিজের মনকে আনন্দে মাতিয়ে রাখার অনেক পন্থা রয়েছে। তবে, বৃষ্টির দিনে এরকম একজন কাকার একটা এনার্জেটিক ডান্স দেখলে আপনিও বেশ আপ্লুত হবেন। সম্প্রতি তার নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কিন্তু মেহবুব শাহ-এর মতো নাচ আর কেউ করতে পারেননি। বৃষ্টিতে ভেজা রাস্তায়, ‘গোরি কা মাকান’ গানের তালে মেহবুব শাহ-এর নাচের ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।

বৃদ্ধের নাচে মুগ্ধ নেটিজেন

মেহবুব শাহ-এর বয়স কত তা জানা যায়নি। তবে তার ভিডিও দেখে মনে হচ্ছে বয়সের কোনো হিসাব নেই তার। বৃষ্টিতে ভেজা রাস্তায়, তিনি এমনভাবে নাচছেন যেন বয়স কেবলই একটি সংখ্যা। তার এই আনন্দময় নাচের ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকাই মন্তব্য করেছেন যে, মেহবুব শাহ-এর মতো এত আনন্দের সাথে নাচতে পারলে জীবনে আর কিছুই লাগে না। অনেকে আবার মজার ছলে তার নাচের প্রশংসা করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিয়মিত নাচের ভিডিও পোস্ট করেন মেহবুব শাহ

মেহবুব শাহ-এর ইনস্টাগ্রামে ৬ লাখ ফলোয়ার রয়েছে। তিনি নিয়মিতভাবে নাচের ভিডিও পোস্ট করেন। এছাড়াও, ফিটনেস ও লাইফস্টাইল সম্পর্কিত ভিডিওও শেয়ার করেন। তার এই নাচের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং মেহবুব শাহ রাতারাতি নেটওয়ার্ক তারকা হয়ে গেছেন।

About Author