Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Electric Bike: ঝামেলা নেই বারবার চার্জ করার, ৮০ টাকায় চলবে ৮০০ কিমি, সাধ্যের মধ্যেই ইলেকট্রিক বাইক আনল গ্র্যাভটন মোটরস

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই…

Avatar

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও। ইলেকট্রিক যানবাহনের বাজারে এবার বিপ্লব আনতে চলেছে হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ ইভি ব্র্যান্ড গ্র্যাভটন মোটরস। এই কোম্পানি এমন একটি ইলেকট্রিক বাইক আনতে চলেছে যা টক্কর দিতে পারবে যেকোনো পেট্রোলের বাইককেও। আপনি শুনলে অবাক হবেন, মাত্র ৮০ টাকায় এই ইলেকট্রিক বাইকটি ৮০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। যারা দামি পেট্রোলের যুগে নিজেদের জন্য ইলেকট্রিক টু-হুইলার খুঁজছেন, তাঁদের জন্য আজকের এই প্রতিবেদন।

হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ ইভি ব্র্যান্ড গ্র্যাভটন মোটরস যে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে তাতে রয়েছে অদলবদলযোগ্য ব্যাটারি, যা ৩২০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এতে একটি ৩KW BLDC মোটর রয়েছে। মোটরটি ১৭০ Nm টর্ক জেনারেট করে। বাইকটির সর্বোচ্চ গতি ৭০ kmph। এই বাইকে এর সাথে একটি ব্যাটারি লাগানো যাবে যার ক্ষমতা ৩ Kwh। এটি একক চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ দেয়৷ এটিতে একসাথে দুটি ব্যাটারি রাখা যেতে পারে, যার মাধ্যমে রেঞ্জ ৩২০ কিমি পর্যন্ত বৃদ্ধি পায়। মানে প্রথম ব্যাটারি ফুরিয়ে গেলে এটি অদলবদল করা যাবে। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্রুত চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারি ৯০ মিনিটের মধ্যে চার্জ করা যেতে পারে। তবে স্বাভাবিক মোডে চার্জ করলে চার্জ হতে সময় লাগবে তিন ঘন্টা। এই বাইকে থাকবে একাধিক ফিচার যেমন রোড সাইড এসিস্ট্যান্ট, ম্যাপিং সার্ভিস স্টেশন, রিমোট লক/আনলক এবং লাইট চালু/বন্ধ করার মতো সুবিধাগুলি স্মার্ট অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, এটি ভারতের প্রথম ইলেকট্রিক টু-হুইলার যা কন্যাকুমারী থেকে খারদুং লা পর্যন্ত ভ্রমণ করেছে। এই ইলেকট্রিক বাইকের দাম ওয়েবসাইটে রয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।

About Author