৫ লাখ টাকার কম বাজেট? দারুন ফিচারসহ আপনাদের জন্য রয়েছে এই গাড়িগুলো

আপনি যদি এখনই একটা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। যদি আপনি ৫ লক্ষ টাকার বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে…

Avatar

আপনি যদি এখনই একটা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। যদি আপনি ৫ লক্ষ টাকার বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে আমাদের কাছে কিছু ভালো বিকল্প রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গত কয়েক দশকে ভারতের গাড়ির দাম ক্রমাগত বেড়েছে। সেই কারণে সস্তা দামে গাড়ি এখন আর বিশেষ পাওয়া যায় না। কিন্তু তার মধ্যেও কিছু এমন গাড়ি রয়েছে যেগুলো আপনাকে ৫ লক্ষ টাকার মধ্যেই দারুন পারফরমেন্স অফার করবে।

১. মারুতি সুজুকি Alto K10

এখনো পর্যন্ত দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি এটি। গত বছরে Alto 800 এর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পরে এই গাড়িকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে ১ লিটারের K10C পেট্রল ইঞ্জিন পাওয়া যাচ্ছে যা আপনাকে ৬৭ bhp শক্তি এবং ৮৭ nm টর্ক প্রদান করবে। এই গাড়ির প্রারম্ভিক দাম মাত্র ৪ লাখ টাকা

২. Renault Kwid

এই গাড়িটিতে আপনারা ১ লিটারের একটি ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই গাড়ির প্রারম্ভিক দাম মাত্র ৪.৬৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। Kwid গাড়িতে আপনারা একটি Sce পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন যা সর্বোচ্চ ৬৮ bhp শক্তি এবং ৯১ nm টর্ক তৈরি করতে পারে। এই গাড়িতে আপনারা পাঁচ লাখ টাকার কমেই দারুন দারুন ফিচার পেয়ে যাবেন।

৩. Maruti Suzuki S-Presso

আপনি যদি একেবারে কম বাজেটের মধ্যে মারুতি সুজুকি কোম্পানির একটা ভালো গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এস প্রেসো আপনার জন্য একটা দারুণ পছন্দ হতে চলেছে। এই গাড়ির প্রারম্ভিক দাম মাত্র ৪.২৬ লক্ষ টাকা এবং এই গাড়িতে আপনারা ম্যানুয়াল ট্রান্সমিশন সহ বেশ কিছু ভালো ফিচার দেখতে পেয়ে যাবেন। ৫ লক্ষ টাকার কমে এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ২৫ কিলোমিটার এর মাইলেজ। অন্যদিকে এই গাড়ির সিএনজি ভেরিয়েন্টে ৩৩ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ পাওয়া যাবে।