দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না এই সমস্ত এটিএম, জানুন বিস্তারিত

গ্রাহকদের কার্ড সুরক্ষিত রাখতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রহণ করেছে নতুন পদক্ষেপ

Advertisement
Advertisement

এটিএম জালিয়াতির ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। সাধারণ মানুষ এই নিয়ে বেশ ভুক্তভোগী রয়েছেন। তারমধ্যে এবারে নিজেদের গ্রাহকদের জন্য একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না নন ইএমভি এটিএম কাউন্টার। সেখান থেকে টাকা তোলার সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এবার থেকে। ব্যাংকের তরফ থেকে এই বিষয়টি টুইট করে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

বর্তমানে ভারতের বেশিরভাগ এটিএম ইএমভি যুক্ত। আপনারা হয়তো অনেকেই জানেন না এই ইএমভী কি জিনিস। কিছু কিছু এটিএমে দেখতে পান কার্ড মেশিনে আটকে থাকে। সেগুলি ইএমভি মেশিন। আর বেশ কিছু মেশিনে কার্ড আটকে থাকে না। সেগুলি নন ইএমভি মেশিন। তবে নন ইএমভি মেশিন জালিয়াতি করার জন্য বেশি সুবিধাজনক। তাই এই এটিএম বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। জানানো হয়েছে জালিয়াতির থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে পিএনবি। গত ১৪ জানুয়ারি এই বিষয়টি ঘোষণা করা হয়। তাতে লেখা হয়েছিল, ১ ফেব্রুয়ারি থেকে এই সমস্ত মেশিন থেকে তার টাকা তোলা সম্ভব হবে না। কার্ড জালিয়াতির থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

Advertisement

Advertisement
Advertisement

 

একটি সমীক্ষায় উঠে এসেছে, বর্তমানে ডিজিটাল পেমেন্ট এর কার্ড জালিয়াতি এবং এটিএম কার্ড জালিয়াতি অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। প্রায় ১,০০০ জনের উপরে YouGov নামক একটি সংস্থা পর্যবেক্ষণ চালিয়েছিল। সেখানে উঠে এসেছে প্রতি ৩ জনের মধ্যে একজন ব্যবহারকারী এটিএম জালিয়াতি নিয়ে উদ্বিগ্ন। আর অনলাইনে টাকা চুরি অথবা জালিয়াতির কথা স্বীকার করেছেন ৫ জনের মধ্যে একজন। ফলে এই পরিস্থিতিতে, গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য নন ইএমভি মেশিন তুলে দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

Advertisement

Related Articles

Back to top button