Today Trending Newsদেশনিউজ

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১১০ জন, ভারতে মোট আক্রান্ত ৮৩৪

×
Advertisement

দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত মঙ্গলবার ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু এরই মাঝে দ্রুত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৩৪ জন এবং এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের।

Advertisements
Advertisement

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, এই মারণরোগের একটি ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে তবে এটি ব্যবহার করতে এখনও ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই গোটা বিশ্বকে তারা পরামর্শ দিয়েছেন এই মহামারীর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য।

Advertisements

অন্যদিকে করোনা আক্রান্তের জেরে বিশ্বের অর্থনৈতিক অবস্থার মন্দার ব্যাপারে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা শুক্রবার বলেন, এই অবস্থার উন্নতির জন্য উন্নয়নশীল দেশগুলির প্রচুর সাহায্যের প্রয়োজন। তিনি সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন যে, “এটা এখন স্পষ্ট যে আমরা ক্রমাগত প্রবল আর্থিক মন্দার দিকে এগিয়ে চলেছি। এটির ফলে ২০০৯ সালে যে অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ পরিস্থিতি আসবে।”

Advertisements
Advertisement

Related Articles

Back to top button