নিউজরাজ্য

রাজ্যের আবেদন মানল কেন্দ্র, রেল নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত, জানুন

Advertisement
Advertisement

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। এই পরিস্থিতিতে রাজ্যের দাবি মেনে পশ্চিমবঙ্গ থেকে স্পেশাল ট্রেনের পরিমাণ কমাতে চলেছে রেলমন্ত্রক। এবার থেকে দেশের সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য গুলি থেকে সপ্তাহে একদিন করে ট্রেন আসবে বাংলায়। আগামী ১০ই জুলাই থেকে চালু হচ্ছে এই নিয়ম।

Advertisement
Advertisement

এর আগে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য কেন্দ্রকেই দায়ী করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বার বার দাবি করেছেন, অন্য রাজ্য থেকে এই রাজ্যে যে স্পেশাল ট্রেন এবং বিমান আসছে তার ফলে বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্পেশাল ট্রেন এবং ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মানছে না। ফলে সহজেই অন্য রাজ্য থেকে আক্রান্তরা বাংলায় পৌঁছে যাচ্ছে। এই নিয়ে কেন্দ্রের কাছে চিঠিও পাঠিয়েছিল রাজ্য সরকার। এই মুহূর্তে স্পেশাল ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ করার দাবি জানানো হয়েছিল রাজ্যের তরফে।

Advertisement

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয় ৬ই জুলাই থেকে দেশের সর্বাধিক করোনা প্রভাবিত ৬ টি শহর থেকে কলকাতায় কোনো বিমান আসবে না। এই শহর গুলি হলো দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমেদাবাদ। এবার এই শহর গুলি থেকে স্পেশাল ট্রেনের সংখ্যাও কমিয়ে দিলো কেন্দ্র। এই শহরগুলি থেকে আগে প্রতিদিন স্পেশাল ট্রেন আসতো রাজ্যে, এবার তা কমিয়ে ১টা করে দেওয়া হয়েছে। আগামী ১০ই জুলাই থেকেই চালু হচ্ছে নয়া নিয়ম।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button