দেশনিউজ

করোনার সাথে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করলো সরকার

Advertisement
Advertisement

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করে চলেছেন সমস্ত স্বাস্থ্যকর্মীরা। এবার তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে অভিনব পদক্ষেপ নিলো হরিয়ানা সরকার। করোনা চিকিৎসায় প্রাণপণ লড়াই করা চিকিৎসক, নার্স সহ বাকি স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল এই সরকার।

Advertisement
Advertisement

এই বিষয়ক একটি বিবৃতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, “যতদিন না পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন এর বিরুদ্ধে প্রাণপণ লড়াই জারি থাকবে। দ্বিগুণ বেতন দেওয়া হবে করোনার বিরুদ্ধে চিকিৎসারত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।”

Advertisement

শুধু তাই নয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতার পাঠ দিতে যেসব পুলিশকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রশংসাও করেছেন তিনি। এই বিষয়ে মন্ত্রী বলেন, “সমাজকে সুরক্ষিত রাখার জন্য পুলিশকর্মীরা আজ পথে নেমেছে। বর্তমান পরিস্থিতিতে গোটা দেশ যখন বাড়িতে বসে লকডাউন পালন করছে, তখন বিপদের ঝুঁকি নিয়েও রাস্তায় বেরিয়ে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার পাঠ দিচ্ছেন পুলিশকর্মীরা।”

Advertisement
Advertisement

তাই পুলিশ কর্মীদের জন্যেও হরিয়ানা সরকার একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী এও ঘোষণা করেছেন যে, কর্তব্যরত অবস্থায় যদি কোনও পুলিশকর্মীর মৃত্যু হয় তবে তার পরিবারকে ৩০ লক্ষ টাকার বীমা দেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button