দেশনিউজ

রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলো কেন্দ্রীয় সংস্থা

Advertisement
Advertisement

২১ দিন লকডাউনের জেরে বেড়ে গেছে গ্যাসের বুকিং। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিনহা জানালেন, ভয় পেয়ে এলপিজি বুকিং করার দরকার নেই। কারণ বর্তমানে ভারতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে ৷

Advertisement
Advertisement

তিনি আরও জানান যে, যদিও লকডাউনের ফলে রান্নার গ্যাসের চাহিদা প্রায় ২০০ শতাংশ বেড়ে গেছে। তবে এখন সমস্ত যান চলাচল বন্ধ সাথে বিমান পরিষেবাও, তাই গোটা দেশে পেট্রোল ও ডিজেলের চাহিদা অনেকটাই কমে গেছে ৷ পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসে পেট্রোলের চাহিদা ৮ শতাংশ ও ডিজেলের ১৬ শতাংশ কমে গেছে সাথে বিমানের জ্বালানির চাহিদাও প্রায় ২০ শতাংশ কমেছে।

Advertisement

তার মতে শুধু শুধু ভয় পেয়ে বুকিং করা মানে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা। কারণ বুকিং করার পরই গ্যাস সিলিন্ডার ভর্তি করার কারখানাকে দ্রুত জানাতে হয়। এরপর সিলিন্ডার ভর্তি হয়ে গেলে সেখান থেকে বিতরণ করার কাজ শুরু হয়। তারপর কর্মচারীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেয়।

Advertisement
Advertisement

তিনি আরও জানিয়েছেন, তাদের সংস্থা অন্য সংস্থাদের সঙ্গে মিলে দেশের জ্বালানির চাহিদা মেটানোর লক্ষ্যে একাধিক কর্মসূচি চালাচ্ছে ৷ তেল শোধনাগারগুলি প্রয়োজনীয়তা অনুযায়ী যথেষ্ট কাজ করছে যাতে দেশের জ্বালানির চাহিদা পূরণ করা যায়।

Advertisement

Related Articles

Back to top button