অফবিট

১০৭ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৃদ্ধ-বৃদ্ধা, রইল বিয়ের সমস্ত ছবি

Advertisement
Advertisement

আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।

Advertisement
Advertisement

প্রায় প্রতিদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।

Advertisement

এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই। বিনা উৎসব, আনন্দ অনুষ্ঠান ছাড়া বিবাহ সম্পন্ন হয় না। ছোট হোক কিংবা বড় বিবাহ অনুষ্ঠান আবশ্যিক।

Advertisement
Advertisement

https://www.instagram.com/p/CLn-hiSga5v/?igshid=2qc06l5mb15p

আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির মানুষের বসবাস। তাই আমাদের বিয়ের অনুষ্ঠানের রীতিনীতিও প্রত্যেক জাতির আলাদা।বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি কে অবলম্বন করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে থাকা আচার-অনুষ্ঠান ঘরে বসেই দেখতে পারি। এখন ছোট-বড় সমস্ত সংবাদে আমরা সোশ্যালমিডিয়া থেকে পেয়ে থাকি। সম্প্রতি ভাইরাল হয় ১০৭ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হল বৃদ্ধ বৃদ্ধা।৯০ বছর পূর্বে তাদের বিবাহ হয়েছিল। বৈদ্যনাথ দেব শর্মা এবং পঞ্চবালা দেবীর ১০৭ বছর বয়সে অনুষ্ঠান করে বিবাহ করে। জমিয়ে নাচ গান খাওয়া দাওয়া সব ছিল তিন দিন ধরে। সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে ওঠে। তাদের এই অটুট ভালোবাসা দর্শকদের মুগ্ধ করে তোলে।

Advertisement

Related Articles

Back to top button