দেশনিউজ

বিশ্ব রেকর্ড করল ভারতের এই শহরের তাপমাত্রা, ৫০ ডিগ্রি ছাড়াল পারদ

Advertisement
Advertisement

দেশের এক রাজ্য ভাসছে প্রবল ঝড়-বৃষ্টিতে। আর অন্য রাজ্যগুলিতে ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। ভারতের উত্তর ও পশ্চিম দিকের রাজ্যগুলির তাপমাত্রা এত বাড়ছে, সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। IMD আগেই তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছে। আর সেই অনুযায়ী তাপমাত্রা বেড়েই চলেছে। দিল্লি, চন্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ চড়ছে।

Advertisement
Advertisement

মঙ্গলবার রাজস্থানের চুরুতে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে এই তাপমাত্রা ছিল বিশ্বের সবথেকে বেশি তাপমাত্রা। রাজস্থানে এরকম তাপমাত্রা হওয়াটা স্বাভাবিক। তবে মে মাসে এরকম তাপমাত্রা থাকে না। ২০১০ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মে মাসে এরকম তাপমাত্রার পারদ বেড়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

এছাড়া রাজধানীতে তাপমাত্রা বেড়েই চলেছে। মঙ্গলবার দিল্লির পালামে তাপমাত্রা ছিল ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি তাপমাত্রা বাড়ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। এই রাজ্যগুলিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button