টেক বার্তা

মাত্র ৮০০০ টাকার কমের মধ্যেই পেয়ে যাবেন এই স্মার্টফোনগুলি, জানুন

Advertisement
Advertisement

করোনা আবহে বাড়িতে বসেই যাবতীয় কাজ সারতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে স্মার্টফোনের ওপর নির্ভর করতে অনেকটাই। নূন্যতম চাহিদা মেটানো, যেমন- অনলাইন ক্লাস ও ভিডিও দেখা যাবে সাথে দামের দিক থেকেও হবে পকেট সুলভ এরকম ফোনের চাহিদা বেড়ে গিয়েছে বহু মাত্রায়। এছাড়াও, ফোনগুলিতে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম ও ট্যুইটারের মতো অ্যাপগুলি।

Advertisement
Advertisement

আজ এমনই পাঁচটি স্মার্টফোনের নাম বলবো যা উপরের সবকটি চাহিদাই পূরণ করবে। শুধু তাই নয়, দামের দিক থেকেও থাকবে নাগালের মধ্যেই। আসুন জেনে নিন ফোনগুলি সম্পর্কে-

Advertisement

1. Vivo 91i

ডিসপ্লেঃ 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে।

Advertisement
Advertisement

প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও P22 প্রসেসর।

র‍্যামঃ 2 জিবি।

স্টোরেজঃ 32 জিবি, যা বর্ধিত করা যাবে 256 জিবি পর্যন্ত।

ক্যামেরাঃ 5 ফ্রন্ট ক্যামেরা + 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

ব্যাটারিঃ 4,030 mAh ব্যাটারি।

দামঃ 7,890 টাকা।

2. Samsung M01 Core

ডিসপ্লেঃ 5.3 ইঞ্চি HD+ TFT ডিসপ্লে।

প্রসেসরঃ মিডিয়াটেক 6739 প্রসেসর।

র‍্যামঃ 1 জিবি / 2 জিবি।

স্টোরেজঃ 16 জিবি / 32 জিবি।

ক্যামেরাঃ 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা + 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

ব্যাটারিঃ 3,000 mAh ব্যাটারি।

দামঃ 6,590 টাকা।

3. Redmi 8A Dual

ডিসপ্লেঃ 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে সাথে 1520 x 720 পিক্সেল রেজোল্যুশন।

প্রসেসরঃ 1.95GHz স্ন্যাপড্রাগন 439 অক্টাকোর প্রসেসর।

র‍্যামঃ 2 জিবি।

স্টোরেজঃ 32 যা বর্ধিত করা যাবে 512 জিবি পর্যন্ত।

ক্যামেরাঃ 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা + 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার + 2 মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারিঃ 5,000 mAh ব্যাটারি।

দামঃ 7,499 টাকা।

4. Realme C2

ডিসপ্লেঃ 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে।

প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও P22 প্রসেসর।

র‍্যামঃ 2 জিবি / 3 জিবি।

স্টোরেজঃ 16 জিবি / 32 জিবি।

ক্যামেরাঃ 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা + 13 মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর।

ব্যাটারিঃ 4,000 mAh ব্যাটারি।

দামঃ 6,499 টাকা।

5. Moto C Plus

ডিসপ্লেঃ 5 ইঞ্চি ডিসপ্লে সাথে HD 720 x 1280 পিক্সেল রেজোল্যুশন।

প্রসেসরঃ 1.3GHz কোয়াড কোর মিডিয়াটেক MT6737 64-bit প্রসেসর।

র‍্যামঃ 1 জিবি / 2 জিবি।

স্টোরেজঃ 16 জিবি / 32 জিবি।

ক্যামেরাঃ 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা + 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

ব্যাটারিঃ 4,000 mAh ব্যাটারি।

দামঃ 6,990 টাকা।

Advertisement

Related Articles

Back to top button