কলকাতানিউজরাজ্য

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনে বাংলায় ট্যাক্সি ধর্মঘট, সঙ্গী হবেন ক্যাব চালকরাও

Advertisement
Advertisement

কলকাতা: মোদীর (Narendra Modi) বঙ্গ সফরের দিনেই ধর্মঘটে ট্যাক্সি সংগঠন (Tazi Association), সঙ্গী হবে শামিল অ্যাপ ক্যাব (App Cab) চালকরাও। আগামী ২২ ফেব্রুয়ারি (February) শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করবেন নতুন নোয়াপারা-দক্ষিনেশ্বরের মেট্রো (Noapara-Dakhineswar Metro) প্রকল্পের। একইদিনে এবার ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি সংগঠনগুলি। তাদের সমর্থনে এবার ক্যাব সংগঠনগুলিও নেমে পড়ল আসরে। আগামী ২২ তারিখ কোনও গাড়ি রাস্তায় নামবে না বলেই জানিয়েছে দুই ইউনিয়নের প্রতিনিধিরা। এর ফলে নিরাপত্তা বলয়ে মুড়ে থাকা শহরে সপ্তাহের প্রথম দিনেই চরম সমস্যায় পড়ার আশঙ্কায় নিত্যযাত্রীরা।

Advertisement
Advertisement

সম্প্রতি পেট্রল, ডিজেলের দামবৃদ্ধির জেরে ন্যূনতম ট্যাক্সি ভাড়া বেড়ে ৫০ টাকা করা হয়েছে। আগে তা ছিল ৩০ টাকা। ট্যাক্সি সংগঠনের এই দাবি মেনে নেওয়ার পর এখন ট্যাক্সিতে উঠলেই যাত্রীদের পকেট থেকে ন্যূনতম ভাড়া হিসেবে ৫০ টাকা খরচ হচ্ছে। কিন্তু এরপরও নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি দাবি ছিল বিভিন্ন ট্যাক্সি সংগঠনের। তা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু অভিযোগ, তাঁদের এই সমস্ত দাবি নিয়ে উদাসীন সরকার। তারই প্রতিবাদে আগামী সোমবার ২৪ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি। শামিল হল কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম-সহ অ্যাপ ক্যাব সংগঠনগুলিও।

Advertisement

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের কথা ঘোষণা করলেন ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব। এর আগে ন্যূনতম ভাড়াবৃদ্ধির দাবিতে বেশ কয়েকবার ধর্মঘটের ডাক দিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি। সেই আন্দোলনের মধ্যে দিয়েই দাবি পূরণ হয়েছে তাদের। এবারও ফের রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একই পথে হাঁটলেন সংগঠনের কর্তারা। তবে ওইদিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
Advertisement

ওইদিন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া সম্প্রসারিত মেট্রোর উদ্বোধন করার কথা তাঁর। ফলে শহর এমনিতেই নিরাপত্তা বেষ্টনীতে থাকবে। সাধারণ যান চলাচলের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। ফলে দ্রুত গন্তব্যে পৌঁছতে ট্যাক্সি কিংবা অ্যাপ ক্যাবগুলির উপরই নির্ভরশীল নিত্যযাত্রীরা। কিন্তু ধর্মঘটের ডাক দেওয়ায় ওইদিন কোনও ট্যাক্সির চাকা গড়াবে না। ফলে কীভাবে কর্মস্থলে যাতায়াত করবেন, তা নিয়ে চিন্তিত আমজনতা।

Advertisement

Related Articles

Back to top button