Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্দান্ত নেচে সকলকে তাক লাগিয়ে দিলেন বাহুবলী নায়িকা! ভাইরাল ভিডিও

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দক্ষিণী ছবি দিয়ে রুপোলী পর্দাতে অভিষেক করেন সুন্দরী তামান্না ভাটিয়া। দক্ষিণী সিনেমাতে খুন স্বল্প সময়ে নিজের অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন তামান্না।তবে তামান্না এখন…

Avatar

By

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দক্ষিণী ছবি দিয়ে রুপোলী পর্দাতে অভিষেক করেন সুন্দরী তামান্না ভাটিয়া। দক্ষিণী সিনেমাতে খুন স্বল্প সময়ে নিজের অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন তামান্না।তবে তামান্না এখন বলিউডেরও জনপ্রিয় মুখ। বলিউডেও বেশ কিছু ছবি যেমন ‘এন্টারটেইনমেন্ট’, ‘হিম্মতওয়ালা’, ‘বাহুবলি’, ‘হামসকল’ এর মতো সিনেমাতে লিড চরিত্রে অভিনয় করে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৭ সালে ১০০ কোটি বিগ প্রজেক্ট অভিনেতা প্রভাসের সঙ্গে ‘বাহুবলি’ ছবি করে জনপ্রিয়তা যেন আরও দশ গুণ বেড়ে যায় তামান্নার। এই ছবিতে। এই সিনেমাতে ‘অবন্তিকা’র চরিত্রে অভিনয় করে তাঁর অসাধারণ অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে.২০১৯ সালে ‘অ্যাকশন’ ছবিতে শেষ দেখা গিয়েছে অভিনেত্রীকে। এছাডা নওয়াজউদ্দিন সিদ্দকির সঙ্গে ‘বোলে চুড়িয়া’ ছবিেত দেখা যাবে তামান্না ভাটিয়াকে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী। নতুন বছরেই মুক্তি পেয়েছে তাঁর দুটি ওয়েব সিরিজ। ‘ইলেভেনথ আওয়ার’, ‘নভেম্বর স্টোরিজ’ এ অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন দক্ষিণী স্টার। খুব শীঘ্রই মাস্টারশেফ ইন্ডিয়া-তেলগুতেও দেখা যাবে তামান্নাকে।

কাজের পাশাপাশি তামান্না ভাটিয়া সোশ্যাল নেটওয়ার্কে দারুণ সক্রিয়৷ সব সময়ই আপডেট দিতে থাকেন, কখন কী করছেন, কখন কী ভাবছেন ৷ একের পর এক ছবিও আপলোড দিতে থাকেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ৷ গত বছর করোনা মরশুমে নিজের করোনা আক্রান্তের কথা নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। করোনা হারিয়ে সেই আপডেট দেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচটাও বেশ ভালো করে করেন। এবারে নিজের নতুন পোস্টে নতুন নাচের ভিডিও তুলে ধরলেন নায়িকা।

ইনস্টাগ্রামে সদ্য তামান্নার শেয়ার করা একটি নাচের ভিডিও যা দেখে বেশ হইচই লেগে যায়। তামান্না নীল ট্র্যাক প্যান্ট ও ক্রপ টপ পড়ে দোজা ক্যাটের ‘কিস মি মোর’ গানে তুমুল নাচলেন। কন্টেম্পোরারি ও হিপ হট স্টাইলের নাচে নাচলেন। এই নাচে বেশ পারদর্শি হয়ে উঠেছেন তিনি। কোরিওগ্রাফার শাজিয়া সামজির সঙ্গে স্টুডিওতে দুজমে তালে তাল মিলিয়ে নাচ করলেন। আর এই দুজনের নাচ দেখার মতো। এই দুর্দান্ত নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ভুল সব চুকে যাক’। পোস্টের কিছুক্ষণের মধ্যে নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

About Author