Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২৫৫০ জন তবলিগি জামাত সদস্যকে ব্ল্যাকলিস্টেড করল কেন্দ্র, ১০ বছর ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা

Updated :  Thursday, June 4, 2020 9:27 PM

দিল্লিতে তবলিগি জামাতের জমায়েত থেকে ভারতে করোনা ছড়ানো নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। অভিযোগ উঠেছিল তবলিগি জামাতের ওই জমায়েতে দেশ বিদেশ থেকে আসা জামাত সদস্যদের মাধ্যমে ভারতে করোনা সংক্রমণ হয়েছিল। এবার সেই জামাতের ২,৫০০ এর বেশি বিদেশি সদস্যদের আগামী ১০ বছরের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে, আগামী ১০ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হয়েছে তবলিগি জামাতের ২,৫৫০ বিদেশি সদস্যকে।

গত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তবলিগিদের জমায়েত ছিল। সেখানে দেখা যায় যে, ২৫০ জন বিদেশি সহ ২৩০০ জন একটি স্থানে আছেন। শেষ পর্যন্ত সরকারের তরফে জামাত সদস্যদের অনেক বুঝিয়ে জায়গাটি খালি করা হয়। মৌলানা সাদের নেতৃত্বে তবলিগি জামাতের এই জমায়েত হয়েছিল। দিল্লির ওই ঘটনার পর থেকেই মৌলানা সাদ, তার ছেলে সহ অনেকের উপরই নজর ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের। এদের সকলের বিরুদ্ধেই লকডাউন ভাঙার অভিযোগ আনা হয়। সেই ঘটনার পরে আজ জামাতের ২,৫৫০ সদস্যের উপর ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

ব্ল্যাকলিস্টে থাকা জামাতের সদস্যদের মধ্যে চারজন মার্কিন নাগরিক, নয়জন ব্রিটিশ নাগরিক এবং ছয়জন চীনা নাগরিকও আছেন। নিজামুদ্দিনের ওই জমায়েতের পর সেখানে আসা ১০০ এর বেশি জামাত সদস্যদের শরীরে করোনা পাওয়া যায়।