Today Trending Newsনিউজরাজ্য

Swasthya Sathi: ৫ গুণ বাড়লো বরাদ্দ! এবার স্বাস্থ্য সাথীতে কমবে পরিবারের হয়রানি

স্বাস্থ্য সাথীতে অকারণে সরকারি খরচ কমানোর জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়মিত অডিট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

×
Advertisement

স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোম থেকে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছিল। এবারে রোগীদের সেই হয়রানি কমানোর জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবারে প্যাকেজের বাইরের চিকিৎসায় ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে বড় হাসপাতালগুলির জন্য বরাদ্দ ২৫ হাজার টাকা করার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এই সুবিধা রাজ্যের ত্রিশটি এনবিএইচএল অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড অফ হসপিটাল এন্ড ল্যাবরেটরিস অনুমোদিত হাসপাতালগুলিতে মিলবে।

Advertisements
Advertisement

এর পাশাপাশি সরকারি হাসপাতালে হৃদযন্ত্র এবং হাড়ের চিকিৎসায় বিভিন্ন প্রতিস্থাপনের খরচ এখন স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে পাওয়া যাবে। এতদিন হার্টের চিকিৎসার জন্য পেসমেকার এবং হাড়ের অপারেশনের জন্য প্লেট, নেল, পিন, স্ক্রু কেনার ক্ষেত্রে যদি সেটি সরকারি হাসপাতালে মজুদ না থাকে তাহলে চিকিৎসায় দেরি হতো। এখন থেকে বাজার থেকে কিনে অর্থাৎ লোকাল পার্চেস করে রোগের চিকিৎসায় সেই জিনিস ব্যবহার করতে পারবে সরকারি হাসপাতাল। ফলে বেশ কিছুটা লাভ হবে সাধারণ মানুষের।

Advertisements

এছাড়াও স্বাস্থ্য সাথীতে অকারণে সরকারি খরচ কমানোর জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়মিত অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। সঠিক পরিষেবা না দিয়ে স্বাস্থ্য সাথী প্যাকেজের জন্য বরাদ্দ পুরো টাকা ক্লেম করছে অনেক বেসরকারি হাসপাতাল, এমন অভিযোগ উঠছে বহুদিন ধরে। এবারে সেই দুর্নীতি রোধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কলকাতা সহ জেলার ২০০ জন চিকিৎসককে নিয়ে রাজ্যস্তরের এবং একটি করে জেলা স্তরের কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এই সদস্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম পরিদর্শনের পর স্বাস্থ্যসাথীতে জমা পড়া ৩০% বিল অডিট করবেন। কোন গাফিলতি নজরে আসলে টাকা কেটে নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের সম্ভাবনাও রয়েছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button