নিউজপলিটিক্সরাজ্য

গেরুয়া তিলক কপালে নিয়ে অমিত শাহের সভাস্থলের উদ্দেশ্যে রওনা শুভেন্দু অধিকারীর, বক্তৃতা দেবেন সবার প্রথম

Advertisement
Advertisement

বঙ্গ রাজনীতিতে আজকে চর্চার বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। আজকে তিনি পূর্ব মেদিনীপুরে সভা করবেন। তবে আজকের অমিত শাহের জনসভায় রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলা বাহুল্য। একুশে নির্বাচনের আগে ক্রমশই দল ভাঙছে তৃণমূলের। একের পর এক বিধায়ক পদত্যাগ করছেন। আর এর শুরু করেছিল দাপুটে রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী। আজকে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী যে বিজেপিতে যোগদান করবে তা একপ্রকার নিশ্চিত।

Advertisement
Advertisement

ইতিমধ্যেই অমিত শাহ হেলিকপ্টারে করে মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তার কাঁথির বাড়ি শান্তি কুঞ্জ থেকে ১২:০৩ নাগাদ সভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তার সাথে অমিত শাহের সভায় যাচ্ছেন একাধিক তৃণমূল বিধায়ক। তারা কোলাঘাটের গেস্ট হাউসে একত্রিত হয়ে সভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতিকে শুভেন্দুর বিজেপি যোগ নিয়ে চর্চা চলছে। আজ শুভেন্দুর অমিত শাহের সভায় যোগদান করতে যাওয়ার মাধ্যমে সব জল্পনার অবসান হলো।

Advertisement

শুভেন্দুর পরনে আছে পাজামা পাঞ্জাবী ও নীল কোর্ট। সে কপালে গেরুয়া তীলক দিয়েছে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে শূন্যে দুই আঙ্গুল তুলে ভিকট্রি সাইন দেখান। তার কপালে গেরুয়া তিলক তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় বলেই দিচ্ছি। সে তার নিজের পছন্দের কালো স্কোরপিওতে সভাস্থল এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সাথে নীতিগত কারণে সরকারি কোনো নিরাপত্তা নেই। তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নিতে তেমন আগ্রহ দেখাননি। তবে তার সাথে দুটি গাড়িতে শুভেন্দু অনুগামীরা নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement

অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে, আজকের মেদিনীপুরের অমিত শাহ এর সভাতে প্রথম বক্তৃতা দেবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপির জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা এই পদক্ষেপ দেখেই স্পষ্ট বঙ্গবাসীর কাছে। বিজেপির নন্দীগ্রামের বিধায়ককে নিয়ে বেশ বড় ভাবনা আছে। অমিত শাহের মূলমঞ্চে একমাত্র থাকবেন শুভেন্দু অধিকারী। তাকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে যোগদান করাবে অমিত শাহ। তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

Advertisement

Related Articles

Back to top button