নিউজপলিটিক্সরাজ্য

চাকরির টোপ দিয়ে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার শুভেন্দু’র ঘনিষ্ঠ

উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা সুজিত দে-র অভিযোগের ভিত্তিতে রাখালবাবুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ

Advertisement
Advertisement

চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে এবারে গ্রেপ্তার এক শুভেন্দু ঘনিষ্ঠ। গতকাল কলকাতা পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেপ্তার করেছে। জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর প্রায় ছায়াসঙ্গী ছিলেন তিনি একটা সময়। শুভেন্দু অধিকারীর তিনি এতটাই ঘনিষ্ঠ ছিলেন, তার জন্য নারদ কান্ডে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ নিয়ে সিবিআই রাখালবাবুকে জিজ্ঞাসাবাদ অবধি করেছিল। আবার অনেকের বক্তব্য, শুভেন্দু অধিকারীর টাকা পয়সার ব্যাপারটা দেখাশোনার দায়িত্বে রয়েছেন রাখাল বেরা।

Advertisement
Advertisement

এবারে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরির টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতানোর। উত্তর ২৪ পরগনার অশোকনগরের সুজিত দে নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাখালবাবুকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র একজন নয়, ৬০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা তুলেছেন। আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে শুভেন্দু অধিকারী সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন।

Advertisement

সুজিত বাবুর দাবি ছিল, ২০১৯ সালে সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ২ দফায় ২ লক্ষ টাকা আত্মসাৎ করেন রাখাল বেরা। প্রথমে কথা ছিল সুজিত বাবুর চুক্তিভিত্তিক নিয়োগ হবে। তারপরে তাকে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে জানানো হয়। কিন্তু এই যুবকের অভিযোগ ২ বছর হয়ে গেছে তিনি এখনো পর্যন্ত কোন চাকরি পাননি। ফোন করলে রাখালবাবু তাকে টাকা ফেরত দিতে নারাজ।

Advertisement
Advertisement

তারপরেই সুজিত বাবু স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন রাখালবাবুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিজেদের মধ্যে হওয়া ফোনের কল ডিটেল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট এর স্ক্রিনশট জমা দিয়েছেন সুজিত বাবু। ইতিমধ্যেই রাখাল বাবুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো শুভেন্দু অধিকারী তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Related Articles

Back to top button