নিউজপলিটিক্সরাজ্য

তৃণমূলের জন্মদিনের দিন কাঁথি এবং নন্দীগ্রামে জোড়া হাইভোল্টেজ সভা শুভেন্দুর

নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামে এবং কাঁথির ডরমেটরি মাঠে সভা করবেন শুভেন্দু (Suvendu Adhikary)

Advertisement
Advertisement

বছর শেষের রাতেই তাকে অফার করা হয়েছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিরেক্টরের পদ। বিজেপিতে ঢোকার পর এই তার হয়েছে অনেকটা পদোন্নতি। তাই এবারের বছরের প্রথম দিন থেকেই নতুন দলকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এদিন তৃণমূলের জন্ম দিবস। আর এই দিনেই শুভেন্দু সভা করতে চলেছেন কাঁথি এবং নন্দীগ্রামে।

Advertisement
Advertisement

বছর শেষের রাতেই অমিত শাহ (Amit Shah) এর নির্দেশে তিনি পেয়েছেন একেবারে নতুন পদ। ক্যাবিনেট মন্ত্রী না হলেও, তাকে দেওয়া হয়েছে একেবারে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য একটি পদ। সঙ্গে, তার ঝুলিতে বর্তমানে আছে হেস্টিংস এর একটি অফিস। এবারে আর দলকে ফিরিয়ে দেবার পালা তার। এদিন সভা কাঁথি এবং নন্দীগ্রামে। তাই সকাল থেকেই জেলায় তোড়জোড় একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই, পুর প্রশাসকের পদ থেকে অপসারিত হয়েছেন ভাই সৌমেন্দু অধিকারী। শুভেন্দু র ইঙ্গিত অনুযায়ী আজ তিনি আনুষ্ঠানিকভাবে দাদার হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারে ন।

Advertisement

এদিন শুভেন্দু সভা করার কথা প্রথমে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়। সোনাচূড়া নন্দীগ্রাম আন্দোলন এর একটি অন্যতম বড় স্থান বলে চিহ্নিত হয়। কয়েকদিন আগে এখানে বজরং এর পুজো দেখতে যাওয়ার সময় বেশ কয়েকজন শুভেন্দু অনুগামী আহত হয়েছিলেন। আজ বছরের প্রথম দিনে সোনাচূড়া শুভেন্দু কে কিভাবে বরণ করে নেয় এখন সেটাই দেখার। জানা যাচ্ছে এই সভাতে উপস্থিত থাকবেন আহত শুভেন্দু অনুগামীদের পরিবার-পরিজন।

Advertisement
Advertisement

নন্দীগ্রাম থেকে ফিরে শুভেন্দু অধিকারী সরাসরি চলে যাবেন কাঁথির ডরমেটরি মাঠে। সেখানে শুভেন্দুর একটি বিশাল বড় জনসভা হওয়ার কথা। প্রসঙ্গত এই মাঠে এসেই ফিরহাদ হাকিমরা (Firhad Hakim) এখানে রেকর্ড ভিড়ের সভা করে গিয়েছেন। এই সভাতেই মনে করা হচ্ছে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary) বিজেপিতে যোগদান করবেন। সৌমেন্দু ছাড়াও বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগদান করতে পারেন।

Advertisement

Related Articles

Back to top button