Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

মোদির দেওয়া পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর, নয়া জট বঙ্গ রাজনীতিতে

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন

×
Advertisement

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল ট্রেন্ডের সূচনা করেছিলেন তৃণমূল দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘাসফুল শিবিরকে ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। গেরুয়া শিবিরে যোগদান করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তথা বাংলার গেরুয়া নেতাদের কাছের মানুষ হয়ে উঠেছেন তিনি। বিজেপিতে যোগদান করার পরেই শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত করেছিলেন। কিন্তু আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপির দেওয়া চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Advertisements
Advertisement

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গত ৪ জানুয়ারি শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। তার এই পদের মেয়াদ ছিল আগামী ৩ বছর। আসলে সে ওই পদে নিযুক্ত হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মত সুযোগ সুবিধা পেলেও সেই পদ স্থায়ী ছিল না। তাকে বিজেপি সরকার পার্টটাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল।

Advertisements

অন্যদিকে শুভেন্দু অধিকারীকে যখনই পদ দেওয়া হয়েছিল তখন থেকে তিনি বলেছিলেন যে আমার কোন পদের প্রয়োজন নেই। এমনকি পার্টির হয়ে বিধানসভা নির্বাচনে টিকিট না পেলেও চলবে। আমি শুধু কেন্দ্রের কথামতো কাজ করে বাংলায় উন্নয়নের জোয়ার আনতে চায়। অবশ্য বস্ত্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে শুভেন্দু অধিকারীর পার্টটাইম চেয়ারম্যান পদ খুব একটা লাভজনক পদ ছিল না। তবে আজকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার প্রশ্ন উঠেছে তাহলে তিনি কি বিজেপিতে সন্তুষ্ট নয়?

Advertisements
Advertisement

শুভেন্দু অধিকারীর ইস্তফার পর বঙ্গ রাজনীতিতে তীব্র জল্পনা-কল্পনার শুরু হয়েছিল। সমস্ত জল্পনা-কল্পনা উড়িয়ে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে যে শুভেন্দু অধিকারী নির্বাচনের কাজে খুবই ব্যস্ত। তাই নির্বাচনী প্রচারের ব্যস্ততা কাটিয়ে তিনি চেয়ারম্যান পদের জন্য তেমন কোন কাজ করতে পারছেন না। তাই নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী প্রচারে বেশি করে নিজেকে নিয়োজিত করার জন্য তিনি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Related Articles

Back to top button