বলিউডবিনোদন

বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেক-আপ? মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা সেন

Advertisement
Advertisement

কিছুদিন আগেই সুস্মিতা সেন (Susmita sen)-এর বয়ফ্রেন্ড রহমান শল (Rohman shawl) তাঁর ও সুস্মিতার বিয়ের সিদ্ধান্ত নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। এর মধ্যেই সুস্মিতার একটি পোস্ট নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোরদার জল্পনা। সম্প্রতি সুস্মিতা একটি ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, পুরুষরা ভাবে, নারীরা তাঁদের ছেড়ে চলে যেতে পারবেন না। তাই তাঁরা একই ভুল বারবার করেন। কিন্তু নারীরাও অনায়াসেই পুরুষদের থেকে দূরে চলে যেতে পারেন। সুস্মিতার এই পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই সুস্মিতা ও রহমানের ব্রেক-আপ নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। তবে সুস্মিতা বা রহমান কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।

Advertisement
Advertisement

চলতি বছরের 4 ঠা জানুয়ারি ছিল রহমান শলের জন্মদিন। রহমানের জন্মদিন উপলক্ষ্যে সুস্মিতা সেন ইন্সটাগ্রামে তাঁর ও রহমানের একটি সুন্দর মুহূর্তের ছবি দিয়ে রহমানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি শেয়ার করেছেন। রহমানকে ‘বাবুশ’ বলে সম্বোধন করে তিনি লিখেছেন, রহমানের সম মনস্কামনা যেন পূর্ণ হয়। এছাড়াও দুই মেয়ে রেনে(Rene) ও অ্যালিসা(Ayalisa)- র তরফ থেকে ‘কালেক্টিভ হাগ’ পাঠিয়েছেন রহমানকে। সুস্মিতার এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন সুস্মিতা , রহমান, সুস্মিতার ভাই রাজীব সেন(Rajib sen), রাজীবের স্ত্রী চারু আসোপা (charu asopa), সুস্মিতার দুই মেয়ে রেনে ও অ্যালিসা। দুবাই থেকে রাজীব একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা যাচ্ছে সবাই একসঙ্গে ক্রিসমাস পার্টিতে মেতে উঠেছেন। এই পার্টিতে চারু , রহমানকে ‘জিজু’ বলে সম্বোধন করেছেন। তার মধ্যেই সুস্মিতার আঙুলে হিরের আংটি দেখে নেটিজেনদের জল্পনা তুঙ্গে ওঠে। সবাই অনুমান করেছিলেন, সুস্মিতা ও রহমান চুপিসারে বিয়ে সেরেছেন।

Advertisement

প্রকৃত ঘটনাটি হলো এই মুহূর্তে সুস্মিতা ও রহমান এই মুহূর্তে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন। হিরের আংটি অবশ্য রহমানের দেওয়া নয়। সুস্মিতা মিস ইউনিভার্স থাকাকালীন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হিরে পরতে পছন্দ করেন। এই কারণে সুস্মিতাকে প্রায়ই বিভিন্ন ধরনের হিরের আংটি পরেন। এখনও অবধি নেটিজেনরা তাঁর তিরিশটি হিরের আংটির সঙ্গে তাঁর বিয়ের লিঙ্ক-আপ করেছেন। রহমানকে সুস্মিতার পরিবারের সকলেই অত্যন্ত পছন্দ করেন। সুস্মিতার মেয়েরা রহমানকে ‘পাপা’ বলেই ডাকেন। 44 বছরের সুস্মিতা 29 বছরের রহমানকে প্রথমে পছন্দ না করলেও রেনে ও অ্যালিসার তাঁকে খুব পছন্দ হয়েছিল। প্রকৃতপক্ষে সুস্মিতা কোনোদিন ভাবেননি, তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলে তাঁর বয়ফ্রেন্ড হতে পারেন। কিন্তু ধীরে ধীরে বরফ গলেছে। রহমানের সঙ্গে সম্পর্কের জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে সুস্মিতাকে। কিন্তু সুস্মিতার পরিবার ও রহমান তাঁকে ভালোবেসে সবকিছু ভুলিয়ে দিয়েছেন।

Advertisement
Advertisement

তবে এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার শেয়ার করা দীর্ঘ পোস্ট দেখে সুস্মিতা ও রহমানের ব্রেক-আপ নিয়ে জল্পনা শুরু হয়েছে বলিটাউন ও নেটদুনিয়ায়। সম্পর্ক, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে লেখা সুস্মিতার একটি পোস্ট ক্রমশ ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটিতে, সুস্মিতা লিখেছেন, প্রত্যেকের মধ্যে আঘাতকে সারিয়ে তোলার জন্মগত শক্তি রয়েছে। অতএব, অজ্ঞানতাবশতঃ আগে যা ভুল হয়েছিল তার পুনরাবৃত্তি করা উচিত নয়। নিজেকে ভেঙে ফেলার আগে ট্র্যাডিশনাল কাঠামোটাকে ভেঙে ফেলা উচিত বলে মনে করেন সুস্মিতা। তবে রহমানের এতে কোনো হেলদোল নেই। তিনি তাঁর মতো করে ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত রয়েছেন।

পেশায় মডেল রহমান আদতে কাশ্মীরের ছেলে। দেরাদুন থেকে বি.টেক করার পর তিনি মডেলিং-এর উদ্দেশ্যে মুম্বই পাড়ি দেন। এই মুহূর্তে একজন সফল মডেল হওয়ার পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন রহমান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, সুস্মিতার সঙ্গে পরিচয় হওয়ার পর সুস্মিতা তাঁর কেরিয়ার গঠন করার ক্ষেত্রেও অনেক সাহায্য করেছেন। সুস্মিতার সঙ্গে লিভ-ইনের বিষয়টি রহমান সর্বপ্রথম তাঁর মা-বাবাকে জানিয়েছিলেন। সুস্মিতাকে রহমানের বাবা-মাও পছন্দ করেন এবং তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট খুশি রহমানের বাবা-মা বলে জানিয়েছেন রহমান। তবে এখনও তিনি বা সুস্মিতা কেউই বিয়ের সিদ্ধান্ত নিতে আগ্রহী নন বলেও জানিয়েছেন তিনি।

কিছুদিন আগে একটি মিউজিক ভিডিওতে ডেবিউ করেছেন রহমান। মিউজিক ভিডিওতে পাপন(papon)-এর গাওয়া ‘মওলা’ গানে রহমানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ( Erika Fernandez)। মিউজিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। রহমান ও এরিকা জুটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছেন। ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে মিউজিক ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সুস্মিতাকে ধন্যবাদ জানিয়েছেন রহমান। এছাড়া এই মিউজিক ভিডিওটি তিনি রেনে, অ্যালিসা সহ পরিবারের সবাইকে উৎসর্গ করেছেন।

Advertisement

Related Articles

Back to top button