দেশনিউজ

ক্রমেই বাড়ছে ঝড়ের গতিবেগ, ১২৫ কিলোমিটার বেগে দুই রাজ্যে তান্ডব চালাবে ‘নিসর্গ’

Advertisement
Advertisement

বাংলার পর এবার ঘূর্ণিঝড়ের সামনে দেশের পশ্চিমের দুই জেলা মহারাষ্ট্র এবং গুজরাত। ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তে চলেছে পশ্চিমের এই দুই রাজ্যে। আইএমডির পূর্বাভাস অনুসারে আগামী ৩রা জুন, আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে। ইতিমধ্যেই এর প্রভাবে মুম্বইয়ে বৃষ্টি শুরু হয়েছে। এই দুই রাজ্যে জারি হয়েছে রেড অ্যালার্ট। ৪ই জুন পর্যন্ত মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলবর্তী এলাকা গুলিতে জারি হয়েছে রেড অ্যালার্ট।

Advertisement
Advertisement

আইএমডির তথ্য অনুসারে আরবসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অংশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটিই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আইএমডি তরফে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর এবং দমনের মাঝখাম দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় নিসর্গ। নিম্নচাপটি বর্তমানে মুম্বই থেকে ৬৭০ কিমি, সুরাত থেকে ৯০০ কিমি এবং গোয়া থেকে ৩৬০ কিমি দূরত্বে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় এটি গভীর নিম্নচাপ এবং তারপরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

Advertisement

জানা যাচ্ছে ঘন্টায় ১০৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং গুজরাত সরকারের তরফে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে। সুন্দরবন সহ কলকাতাতে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। এবার পশ্চিম উপকূলে সেই একই লক্ষ্য নিয়ে এগিয়ে আসছে নিসর্গ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button