Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

মিঠুনের বিজেপি যোগ নিয়ে তীব্র কটাক্ষ ঘাসফুল নেতাদের, জানুন কে কী বললেন

তৃণমূল নেতা সৌগত রায় ও সুব্রত মুখোপাধ্যায় মিঠুন চক্রবর্তীর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে তীব্র কটাক্ষ করেছেন

Advertisement
Advertisement

বঙ্গ রাজনীতিতে বেশ কিছুদিন আগে থাকতেই জোর জল্পনা চলছিল যে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী হয়তো গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন। তারপর সরস্বতী পুজোর দিন মিঠুনের মুম্বাইয়ের বাড়িতে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতি এই জল্পনার ভিত্তিপ্রস্তর তৈরি করে। তারপর আজ রবিবার ব্রিগেডের সমাবেশে নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। গেরুয়া শিবিরে যোগদান করে মিঠুন জানিয়েছেন যে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো এবং বিজেপি এমন একটি মাত্র দল যা মানুষের ভালোর জন্য কাজ করছে।

Advertisement
Advertisement

মিঠুন চক্রবর্তী আজ বিজেপিতে যোগদান করার পর তার পুরোনো সহকর্মী তৃণমূল নেতারা এই প্রসঙ্গে অভিনেতাকে তুলোধোনা করেছেন। প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায় মিঠুন চক্রবর্তীকে “বিশ্বাসঘাতক” বলে কটাক্ষ করেছেন। সৌগত রায় বলেছেন, “মিঠুন চক্রবর্তীকে বিশ্বাসঘাতক ছাড়া আর কি বলবো খুঁজে পাচ্ছিনা। শুধু দল পাল্টায়। আরো আরেকবার দল পাল্টে প্রমাণ করে দিল ও বিশ্বাসঘাতক। আগে সিপিএমে ছিল। তারপর ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে রাজ্যসভায় সদস্য হয়েছিলেন। তারপর আবার জোচ্চুরি করে ইডির ভয় কোণঠাসা হয়ে গেছিল। কিন্তু এবার আবার বিজেপি বলেছে দলে না এলে ইডি লেলিয়ে দেবে। তাই রোজভ্যালি থেকে যা টাকা নিয়েছিল সব বিজেপিকে ফেরত দিয়ে আবার সাধু হয়ে গেছে। তাহলে বিজেপির ওকে একদম বিশ্বাস করা উচিত না। বলা যায় না কখন আবার পাল্টি খেয়ে যাবে।”

Advertisement

অন্যদিকে প্রায় একই রকম প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা ও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বারবার দলবদল ইস্যুকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, “বিজেপিতে যোগ দেওয়া মিঠুনের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। কিন্তু ও কেন বিজেপিতে যাচ্ছে এখন তো আমি বলতে পারব না। তবে মিঠুন যদি বলে দেয় নরেন্দ্র মোদি বিশ্বের বৃহত্তম নেতা তাহলে তো সত্যি হয়ে যাবে না। কারুর কথায় কিছু সত্যি হয় না। মোদি সারাজীবন মোদি থাকবে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button