টলিউডবিনোদন

উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ, ছোট্ট ইউভানের ছবি শেয়ার করলেন রাজ

×
Advertisement

শুভশ্রী মা হওয়ার পর থেকেই পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় শুভশ্রী ও ইউভানের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে শুরু করেছেন। রাজকে কখনো সোশ্যাল মিডিয়ায় এত অ্যাকটিভ থাকতে দেখা যায়নি। সম্প্রতি রাজ একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, ইউভান, শুভশ্রীর একটি আঙুল ধরে রয়েছে। ছবি শেয়ার করে রাজ বলেছেন যে ,ছেলে একদম মা-ঘেঁষা হয়েছে।

Advertisements
Advertisement

সেলিব্রিটি জুটি রাজ ও শুভশ্রীর একমাত্র ছেলে ইউভানের জন্ম হয়েছে কিছুদিন আগে। তার আগে রাজের পরিবারে নেমে এসেছিল দুঃসময়। কার্ডিয়াক অ্যারেস্ট ও করোনার ফলে মৃত্যু হয় রাজের বাবার। রাজের পুরো পরিবার বেশ কিছু সময়ের জন্য কোয়ারেন্টিনে ছিলেন। এরপর জন্ম হয় ইউভানের। রাজের পরিবার এখন ইউভানকে নিয়ে ব্যস্ত। শুভশ্রীও উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ।

Advertisements

 

View this post on Instagram

 

Mother and son bonding ❤️ from the very moment he came into our lives So similar attitude, really amazed

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco) on

Advertisements
Advertisement

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রী ও পরমব্রত অভিনীত ফিল্ম ‘ হাবজি গাবজি’। মা হওয়ার পর এটিই প্রথম ফিল্ম হতে চলেছে শুভশ্রীর। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে শুভশ্রী ও পরমব্রত অভিনয় করছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সামন্তক দ্যুতি মৈত্রকে। এর আগে তাঁকে মাছের ঝোল,বরুণবাবুর বন্ধুর মত কিছু ফিল্মে।সামন্তকের ছেলেবেলার চরিত্রে অভিনয় করছে অভিনেতা কাঞ্চন মল্লিকের ছেলে আয়ুষ। অনলাইন গেমের প্রতি বিভিন্ন বয়সের গেমারদের আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্ম।এই ফিল্মের গল্পের বিষয়ে এর বেশি কিছু বলতে নারাজ পরিচালক।

শুভশ্রীর প্রেগনেন্সির প্রথম মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’র শুটিং। এই ছবির কিছুটা অংশের শুটিং হয়েছে উত্তরবঙ্গে। ‘প্রলয়’ছবির পর পরিচালক-হিরো জুটি হিসেবে পরমব্রত ও রাজ কাজ করলেন ‘হাবজি গাবজি’-তে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে ‘হাবজি গাবজি’।

Related Articles

Back to top button