Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৭ দিন ছেলের থেকে দূরে! ইউভানের কাছে ফেরার পালা অভিনেত্রী শুভশ্রীর

টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এই যুগলের প্রেম থেকে তাঁদের সন্তান ইউভানের সাথে কাটানো নানান ভিডিও, সব সময় শিরোনামে থেকেছে পেজ থ্রির পাতায়। রাজশ্রীর বিয়ের পর শুভশ্রী কিছুটা…

Avatar

By

টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এই যুগলের প্রেম থেকে তাঁদের সন্তান ইউভানের সাথে কাটানো নানান ভিডিও, সব সময় শিরোনামে থেকেছে পেজ থ্রির পাতায়। রাজশ্রীর বিয়ের পর শুভশ্রী কিছুটা কাজ কমিয়েছিলেন । স্বামী রাজের পরিচালনাতেই তাঁকে কাজ করতে দেখা গিয়েছিল। মা হওয়ার আগে স্বামীর পরিচালনায় ‘ধর্মযুদ্ধ’ এবং ‘হাবজি গাবজি’ সিনেমাতে কাজ করেছেন শুভশ্রী। রাজ পরিচালক হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত। শুভশ্রীও টলিউডের প্রথম সারির নায়িকা তাই রাজ-শুভশ্রীর জুটি সুপারহিট৷ তেমনই ইউভান ও জন্মের সাথে সাথে সকলের বেশ প্রিয় হয়ে উঠেছে।

ইউভান। বয়স মাত্র সাত মাস। জন্মের পর থেকেই কখনো বাবার কোলে কখনো মায়ের কোলে মানুষ হয়। এই ছোটুর অন্নপ্রাশন মিটতে না মিটতে তার প্রিয় বাবা বেজায় ব্যস্ত হয়ে পড়ে ভোটের কাজে। হ্যাঁ এবছর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন পরিচালক মশাই। তাই ইউভানকে ছেড়ে ভোটের প্রচারে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। কলকাতার বিলাসবহুল আবাসনে শুভশ্রী, রাজের মার কাছে ছিল ইউভান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর মাঝেই শুভশ্রী অসুস্থ হয়ে পড়েন এপ্রিল মাসের শেষের দিকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানিয়েছিলেন শুভশ্রী। সেইসঙ্গে অনুরাগীদের জানিয়েছিলেন,সুস্থ আছে ছেলে ইউভান। তবে ছেলেকে ছেড়ে খুব কষ্টে আছেন তিনি। ইউভানের জন্মের পর প্রতিটি মুহূর্ত ছেলের সাথে সময় কাটিয়েছেন, তবে করোনার জন্য তাঁকে ছেলেকে ছেড়েই থাকতে হবে। এতটা সময় মায়ের থেকে দূরে থাকা ইউভানের পক্ষে শুধু কঠিন ছিলনা, শুভশ্রীর জন্যও একটা বড় লড়াই ছিল।

অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটতে চলেছে। ১৭ দিন নিভৃতবাস কাটিয়ে ফেললেন শুভশ্রী। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে ইউভানের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে এই কদিন ছোট্ট ইউভানকে আদর করে সামলাচ্ছেন বাড়ির সদস্যরা। হাসি-মজা, ও খেলার মাধ্যমে সকলে মিলে ভুলিয়ে রাখছে ছোট্ট ইউভানকে। তবে সে মায়ের জন্য কষ্ট পেয়েছে। ছেলের এই ভিডিও ছিল অভিনেত্রীর কাছে সম্বল।

তবে অভিনেত্রী এখন সুস্থ তাই এই ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখলেন, ” আমি তোমায় ভীষণভাবে মিস করেছি আমার জান। আমি ১৭ দিনের আইসোলেশন কাটিয়ে উঠলাম। সকলকে ধন্যবাদ যারা আমার জন্য প্রার্থণা করেছিলেন।” করোনাকে হারিয়ে দিয়ে ইউভানের ফেরার পালা মায়ের। তবে কাছে গেলেও এখনই ছেলেকে জড়িয়ে ধরে আদর নয়। কিছু করোনার প্রটোকল মানতে হবে। তবে ছেলেকেভ দেখতে পাওয়ার আনন্দ আলাদা। এই ভিডিও শেয়ার হতেই অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন মা ছেলে দুজনকে। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

About Author