খেলাক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে খুব শীঘ্রই অবসর নিতে পারেন ভারতীয় এই বিধ্বংসী ক্রিকেটার

Advertisement
Advertisement

বর্তমানে ক্রিকেটজগতে অবসর নেওয়ার পালা চলছে। একের পর এক বিধ্বংসী ক্রিকেটার বিদায় জানাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই ছোঁয়া পড়েছে ভারতীয় ক্রিকেটেও। মহেন্দ্র সিং ধোনি কিংবা সুরেশ রায়নার মতো বিধ্বংসী ক্রিকেটার বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বর্তমানে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে গিয়ে বয়স্ক ক্রিকেটারদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে ভারতীয় দল থেকে। অভিজ্ঞতা এবং লম্বা ইনিংস খেলার যোগ্যতা থাকলেও আবহমান স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিতে হচ্ছে।

Advertisement
Advertisement

সম্প্রতি ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন ভারতীয় একাদশে খেলার। তরুণ ক্রিকেটারদের বিধ্বংসী পারফরম্যান্স দেখে বাধ্য হয়ে তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণে অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা থাকার সত্বেও একাধিক বয়স্ক ক্রিকেটার ঝড়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট থেকে। এই তালিকায় রয়েছেন ভারতীয় টেস্ট ক্রিকেটের এক উজ্জ্বলতম প্রতিভা মুরারি বিজয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।

Advertisement

এরপর না না করে কেটে গেছে চারটি বছর! তবে জাতীয় দলের হয়ে সাদা জার্সি পরার সৌভাগ্য হয়নি মুরারি বিজয়ের। এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এক সময় ভারতের দুর্দান্ত ওপেনার মুরারি বিজয়। আর সেই স্রোতে ভেসে যেতে পারেন ভারতের আরো দুই অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে। মুরারি বিজয় ভারতীয় জার্সিতে ৬১ ম্যাচ খেলে ৩,৯৮২ রান করেছেন। ১২টি আন্তর্জাতিক টেস্ট শতরানের ইনিংস রয়েছে তার নামে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button