টলিউডবিনোদন

Sreelekha Mitra: ‘এ শুধু গানের দিন’, সম্পূর্ন খালি গলায় গান গাইলেন শ্রীলেখা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Advertisement
Advertisement

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। কোন না কোন কারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ায় চর্চিত হন অভিনেত্রী। কথায় কথায় বিতর্কে জড়ান তিনি। মিডিয়ায় বিতর্ক আর শ্রীলেখা মিত্র একে অপরের সমর্থক হয়ে উঠেছেন। তবু নিজের বক্তব্য পেশ করা থেকে পিছু হটেন না শ্রীলেখা। সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে একটি কালজয়ী গান গাইলেন অভিনেত্রী। নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রীকে।

Advertisement
Advertisement

Advertisement

সম্প্রতি শ্রীলেখা মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া অন্যতম জনপ্রিয় ‘এ শুধু গানের দিন’ গানটি গেয়ে রিল ভিডিও আকারে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। গানটি উত্তম-সুচিত্রা অভিনীত কালজয়ী ছবি ‘পথে হল দেরি’র। ভিডিওটির উপর লিখে দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওটি ৩৭ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন। একাধিক মন্তব্য পরেছে কমেন্ট বক্সে। তবে নেতিবাচকের তুলনায় এবার ইতিবাচক মন্তব্যের ভীড় বেশি। সকল নেটিজেনদের পাশাপাশি অভিনেত্রীর ভক্তরাও প্রশংসায় ভরিয়েছেন তাকে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের দেওয়া ‘পদ্মশ্রী’ ফিরিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রায় সাত দশকের সঙ্গীত জীবন পেরিয়ে এসেছেন তিনি। এই নব্বইয়ে উত্তীর্ণ গায়িকা কেন্দ্রের দেওয়া ‘পদ্মশ্রী’ ফিরিয়ে আপাতত সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এই ঘটনা নিয়ে আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন ‘পদ্মশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার জন্য যথেষ্ট নয়। এদিন সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়াও ‘পদ্মশ্রী’ ফিরিয়েছেন প্রবীণ তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়। এমনকি ‘পদ্মভূষণ’ ফিরিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা।

Advertisement

Related Articles

Back to top button