বিনোদনটলিউড

কৌশানীর অনুরোধে ‘সামি সামি’ গানে পা মেলালেন শ্রাবন্তী-নুসরত, ভাইরাল ভিডিও

×
Advertisement

গত ১৭’ই মে ৩০’শে পা দিলেন টলিউডের কৌশানী মুখার্জ্জী। তার জন্মদিনে তারকা থেকে সাধারণ সকলেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেত্রীকে। ইতিমধ্যেই অভিনেত্রীর জন্মদিনে ভালবাসায় ভরা পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন প্রেমিক বনি সেনগুপ্ত। কারণ বেশ কিছু সময় ধরে তাদের বিচ্ছেদের খবর ছিল চর্চার আলোয়। অভিনেত্রীর জন্মদিনের পর সেই খবর যে শুধুমাত্র একটি রটনা ছিল, তা প্রমাণিত।

Advertisements
Advertisement

জন্মদিনের দিন থেকেই চর্চায় কৌশানী মুখার্জ্জী। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিনি। জন্মদিন উপলক্ষে একটি পাঁচতারা হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা। তাদের মধ্যে ছিলেন বর্তমানের অন্যতম দুই চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও নুসরাত জাহান।

Advertisements

নিজের জন্মদিনের পার্টিতে জমিয়ে নেচেছেন অভিনেত্রী। খানা-পিনার আয়োজন ছিল ঢালাও। অভিনেত্রীর পরনে ছিল অফ-শোল্ডার, সাইড স্লিটেড, চকচকে ড্রেস। এই পোশাকেই নিজের জন্মদিনের পার্টিতে পুষ্পার জনপ্রিয় গান ‘সামি সামি’র তালে নেচেছেন অভিনেত্রী। তার অনুরোধে তার সাথে পা মিলিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী ও নুসরাত জাহানও। সম্প্রতি যশ-নুসরাতের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে তাদের নাচের এই ভিডিওটি। এই মুহূর্তে এই তিন অভিনেত্রীর ‘সামি সামি’র তালে নাচের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

Advertisements
Advertisement

বেশ কিছু সময় ধরে তাদের বিচ্ছেদের খবর ছিল চর্চার আলোয়। তবে অভিনেত্রীর জন্মদিনের পর সেই খবর হাওয়ায় উড়ে গিয়েছে। খুব শীঘ্রই বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জ্জীর পথ আলাদা হয়ে যেতে পারে এমন খবরও উঠে এসেছিল মিডিয়াতে, তবে এখন সেসব অতীত। প্রেমিকার জন্মদিন ধুমধাম করে পালন করেছেন প্রেমিকও। জন্মদিন উপলক্ষে কেক কাটার ছবি থেকে শুরু করে পার্টির প্রায় সমস্ত ছবিই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল।

Related Articles

Back to top button