দেশনিউজ

ভারতে চলে এল রাশিয়ার স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন, দ্রুত শুরু হবে ট্রায়াল

Advertisement
Advertisement

নয়াদিল্লি: বহু প্রতিক্ষার অবসান। অবশেষে ভারতে চলে এল রাশিয়ার স্পুটনিক’ ভি করোনা ভ্যাকসিন। দ্রুত এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। হায়দরাবাদের ডক্টর রেড্ডির সংস্থা এই ক্লিনিক্যাল ট্রায়াল চালাবে। আগেই এই নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল এই সংস্থার। পুতিনের দেশ থেকে দাবি করা হয়েছে যে, এই স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন ৯২% করোনা প্রতিরোধ করতে সক্ষম।

Advertisement
Advertisement

ইতিমধ্যেই রাশিয়ার বাজারে এই ভ্যাকসিন সাড়া ফেলে দিয়েছে।প্রথম পর্যায়ে বাজারে আসার পর রাশিয়ার সকল স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা ভীষণভাবে কার্যকরী বলে দাবি করা হয়েছে। পুতিন নিজেই এই ভ্যাকসিনের ভূয়সী প্রশংসা করেছেন।

Advertisement

প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যে একাধিক ভ্যাকসিনের ট্রায়াল চলছে। যদিও কোনও ভ্যাকসিন এখনও পর্যন্ত বাজারে আসেনি। তবে সিরাম ইন্সটিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের শুরুতেই ভারতের বাজারে করোনা ভ্যাকসিন চলে আসবে। তবে তার আগে রাশিয়ার স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন ভারতে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button