টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

মহানায়কের বাড়িতে আবারও বিয়ের সানাই, সাতপাকে বাঁধা পড়বেন সৌরভ-ত্বরিতা

Advertisement
Advertisement

মহানায়ক উত্তম কুমারের পরিবারে এই মুহূর্তে চলছে বিয়ের সিজন। ভবানীপুরের বাড়ি আবারও সাজতে চলেছে কনের সাজে। উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমারের সবে মিটেছে। এর মধ্যেই ঘোষণা হলো উত্তম কুমারের ভাই ও বিখ্যাত অভিনেতা তরুণ কুমারের দৌহিত্র অর্থাৎ তাঁর একমাত্র মেয়ে মনামী বন্দ‍্যোপাধ‍্যায়ের পুত্র সৌরভ বন্দ‍্যোপাধ‍্যায় ও অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের আসন্ন বিয়ের দিন।

Advertisement
Advertisement

Advertisement

13ই জানুয়ারি থেকে 17 ই জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণ বুক করা হয়েছে সৌরভ ও ত্বরিতার বিয়ের অনুষ্ঠানের জন্য। 13 ই জানুয়ারি হবে সঙ্গীত অনুষ্ঠান। 14ই জানুয়ারি হবে মেহেন্দি অনুষ্ঠান। 15 ই জানুয়ারি সৌরভ ও ত্বরিতা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। 17ই জানুয়ারি হবে গ্র‍্যান্ড রিসেপশন। সৌরভ ও ত্বরিতার বিয়েতে উপস্থিত থাকবেন টলি ও টেলি টাউনের একাধিক ব্যক্তিত্ব। সৌরভ এবং ত্বরিতার বিয়ের পোশাক তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। ত্বরিতা বিয়ের দিন পরবেন লাল বেনারসি। রিসেপশনের জন্য তিনি পছন্দ করেছেন সোনালি রঙের লেহেঙ্গা। সৌরভ বিয়ের দিন পরবেন সাবেকি ধুতি-পাঞ্জাবি এবং রিসেপশনের দিন পরবেন শেরওয়ানি। মহানায়ক উত্তম কুমার ও তরুণ কুমারের মতো কিংবদন্তি পরিবারের বধূ হতে পেরে ত্বরিতা যথেষ্ট আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন। তিনি জানান, শৈশব থেকেই যৌথ পরিবারে বড় হওয়ার সুবাদে যৌথ পরিবারের বধূ হওয়া তাঁর বরাবরের চাহিদা ছিল যা এবার পূরণ হতে চলেছে।

Advertisement
Advertisement

2017 সালে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিল সৌরভ ও ত্বরিতার যা ক্রমশ প্রেমে পরিণত হয়। ত্বরিতা উত্তর কলকাতার বনেদী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করছেন। তার মধ্যেই সময় বের করে সঙ্গীতের রিহার্সাল করছেন ত্বরিতা। সৌরভ ভালো নাচ না জানায় ত্বরিতাই তাঁকে ডান্স স্টেপ শিখতে সাহায্য করছেন। বিয়ের পর 2021 সালের শেষের দিকে বালিতে হানিমুন করতে যাওয়ার ইচ্ছে আছে সৌরভ ও ত্বরিতার। তবে তার আগে তাঁরা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে চান বলে জানিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button