Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ব্রিগেডে বিজেপিতে সৌরভ? অবশেষে মুখ খুললেন বাংলার মহারাজ

আগামী ৭ মার্চ নরেন্দ্র মোদির বিগ্রেডে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিলেন মহারাজ

Advertisement
Advertisement

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বাংলার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। এরই মধ্যে গতকাল বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিজেপি যোগ নিয়ে। গুজব উঠেছিল আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিগ্রেডে উপস্থিত থাকবেন ২২ গজের মহারাজ। আর সেই থেকেই বঙ্গবাসীরা মেনে নিয়েছিল যে এবার হয়তো সৌরভ গঙ্গুলি শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান করে গেরুয়া সৈনিক হয়ে যাবেন।

Advertisement
Advertisement

তবে এবার খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সমস্ত জল্পনা উড়িয়ে জানালেন তার বিজেপিতে যোগদানের কোনরকম সম্ভাবনা নেই। এমনকি আগামী মোদির বিগ্রেড সভায় তিনি উপস্থিত থাকবেন না। গতকাল সারাদিন ধরে যা জল্পনা-কল্পনা চলেছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আসলে গতকাল এক বেসরকারি সংবাদ মাধ্যম প্রথমত নরেন্দ্র মোদীর সভায় সৌরভের যোগ দেওয়ার কথা প্রচার করে। তারপর সেই কথার ভিত শক্ত করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বক্তব্য। তিনি গতকাল বলেছিলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে ছিলেন। শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিস আসেন মানে ওয়ার্ম আপ করতে। মানুষ তাই চায়। আর যদি মনে হয় আবহাওয়া ভালো তাহলে সে মাঠে নামবে।” এই বক্তব্যের পর সৌরভের বিজেপিতে যোগ দেওয়া নিশ্চিত মনে হলেও আজ তা খন্ডন করেছেন তিনি নিজেই।

Advertisement

আজ অর্থাৎ বুধবার এক বেসরকারি সংবাদমাধ্যমকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার পরিবার জানিয়েছে যে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোনভাবেই বিজেপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি আগামী ৭ মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা হতে চলেছে তাতে যাওয়ার কোন পরিকল্পনা নেই সৌরভের। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়ে। আপাতত চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ আছেন। কিছুদিন আগে তার ভারত-ইংল্যান্ড গোলাপি বল টেস্ট ম্যাচ উদ্বোধন করার কথা থাকলেও তিনি সেখানে শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button