ক্রিকেটখেলা

জরুরি বৈঠক, ইংল্যান্ড উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement

বিশ্ব ক্রিকেটের উপরের দিকে থাকা চারটি দেশকে নিয়ে একটি সুপার সিরিজ আয়োজন করতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও আরোও একটি দেশকে নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই চার দেশীয় টুর্নামেন্টের প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাই পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে আয়োজিত হবে এই টুর্নামেন্ট তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনার জন্য ইংল্যান্ড উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বুধবার ভারতীয় ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন থেকে ইংল্যান্ডে পৌঁছেছেন গাঙ্গুলী। যেটা জানা যাচ্ছে ইংল্যান্ডে সুপার সিরিজ নিয়ে এক বৈঠক হতে চলেছে যেখানে উপস্থিত থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই সিরিজটি ২০২১ সাল থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হবে ভারতে এরপর রোটেশন এর মাধ্যমে চারটি দেশে প্রতিবছর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন : কবে শুরু হতে চলেছে IPL? ক্রিকেট মহলে জোড় জল্পনা

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় কীভাবে ঢোকানো হবে এই টুর্নামেন্ট এবং কোন ফর্ম্যাটে এই ম্যাচগুলো আয়োজিত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। আইসিসি ইতিমধ্যেই ২০২৩-২০৩১ সালের ফিউচার ট্যুর প্রোগ্রাম এর সিডিউল তৈরি করছে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া একত্রে এই সুপার সিরিজকে তাদের সূচি তে সংযোগ করতে চাইছে।

Related Articles

Back to top button