নিউজপলিটিক্সরাজ্য

“দাড়ি রেখে বাংলা কবিতা বললেই রবীন্দ্রনাথ হওয়া যায় না”, নরেন্দ্র মোদিকে কটাক্ষ সৌগতর

নরেন্দ্র মোদি (Narendra Modi) সঠিকভাবে বাংলায় কবিতা বলতে পারলে তৃণমূল আর এই বিষয়ে মন্তব্য করবে না, বললেন সৌগত রায় (Sougoto Roy)

Advertisement
Advertisement

একুশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বারংবার বাকবিতন্ডায় জড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। এবার আজ অর্থাৎ শুক্রবার বিজেপিকে এক হাত নিয়ে মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougoto Roy)। এবার তাদের নিশানায় পড়ল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
Advertisement

আজ তৃণমূল বর্ষিয়ান নেতা তথা সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে কটাক্ষ করে বলেছেন, “দাড়ি রেখে রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদি। কিন্তু দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। এসব করে কিছু হবে না। সেই সাথে তিনি বলেছেন, “মোদী বাংলা কবিতা বলছে কিন্তু তা সব ভুল। এরকমভাবে বাঙালি হওয়ার চেষ্টা করলে কি হওয়া যায়। উনি কোনদিন সঠিকভাবে বাংলায় কবিতা বলতে পারলে তৃণমূল আর এই বিষয়ে মন্তব্য করবেনা।” এছাড়াও তিনি এদিন বলেছেন, ‘গো হত্যা বাংলায় বেআইনি নয়। আর তা হতে দেবে না তৃণমূল। এছাড়াও লাভ জিহাদ নিয়ে মামলা হয়েছে। বাংলায় ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াই চলছে। একুশে সাধারণ মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে তারা কি চায়।”

Advertisement

অন্যদিকে একই সুরে ফিরহাদ হাকিম বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “করণা ভ্যাকসিন ট্রায়ালের জন্য কোন বিজেপি নেতা এগিয়ে আসেননি। ওরা শুধু সমালোচনা করবে। ওটাই ওদের কাজ। এছাড়াও তিনি বলেছেন কৃষকদের অধিকার ছিনিয়ে নিচ্ছে গেরুয়া শিবির। তারা জোর করে মিডিয়ার মুখ বন্ধ করায়।” প্রসঙ্গত রাজ্যে প্রথম করণা ভ্যাকসিন নিলে নাইসেড থেকে প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে ভ্যাকসিন নিয়েছিলেন ফিরহাদ হাকিম।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button