বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Sonu Sood Viral Video: সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পাউরুটি-ডিম বিক্রি করছেন অভিনেতা সোনু সুদ

Advertisement
Advertisement

কথায় আছে খারাপ সময়ে আসল মানুষ চেনা যায় তখন কে হিরো আর কে জিরো। তেমনই এই করোনা পরিস্থিতিতে কে আসল হিরো তা এতদিনে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। হ্যাঁ তিনি আর কেউ না ইনি হলেন সকলের প্রিয় সোনু সুদ। রিলে অভিনেতা যতই ভিলেন হোক কিন্তু আসল জীবনে এই মানুষটি হল গরীবের মসিহা। সোনু আগেও নানান সমাজমূলক কাজের সাথে যুক্ত হয়েছিলেন তবে করোনার প্রবেশ যেদিন ভারতে হয়েছে তিনি সেদিন প্রাণপণে মানুষের পাশে এসে থেকেছেন।

Advertisement
Advertisement

গত বছর প্রথমেই লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেন যা রাজ্যের নেতা মন্ত্রীরা ও করে দেখাতে পারেননি। শুধু সেই শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনেননি। তাদের সকলে কাজ করে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই ব্যবস্থা ও করে গিয়েছেন। এবছর করোনা আরো ভয়াবহ হয়ে এসেছে তবু পিছিয়ে নেই এই অভিনেতা। অভিনেতা দিন আনা দিন খাওয়া মানুষকে যথাযথ সাহায্য করার চেষ্টা করে চলেছেন দুবছর ধরে।

Advertisement

করোনার দ্বিতীয় ওয়েভে সোনুর নানান ভাবে দেখা পাওয়া গিয়েছে। তবে এবারব অন্য লুকে পাওয়া গেল সোনুকে। সাইকেল ব্যাগ ভরতি ডিম পাউরুটি নিয়ে দেখা মিলল প্রিয় সোনুর। ভাবছেন তো এইসব নিয়ে সোনু কি করবে? ভাবছেন তো কি করছে এত ডিম পাউরুটি বিক্রি করতে শুরু করেছেন পর্দার অভিনেতা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাইকেল, ডিম-পাউরুটির ব্যাপারটি সত্যি। নিজেই সোনু সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মজার ছলে সোনু লিখেছেন, “১০ টি ডিমের সঙ্গে একটি পাউরুটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থাও থাকবে।” মহামারীর কারণে শপিং মল পুরোপুরি বন্ধ থাকার জন্য নিজেই এবার প্রয়োজনীয় দ্রব্যের সংস্থান করছেন সোনু। মজা করে নিজেকে ‘সুপার মার্কেট’ বলে দাবিও করেছেন অভিনেতা। তবে সোনুর এই ভিডিও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Advertisement
Advertisement

এর আগেও সোনু অনেকের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। অনেল অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। সম্প্রতি অন্ধপ্রদেশে সোনু সুদের একটি বড় পোস্টারে ফুলের মালা পরিয়ে, দুধ ঢালা হচ্ছে ভগবান শিবের মতো পুজো করেছেন। সকলের কাছে সোনু মাসিহা বললে কিছু কম না।

Advertisement

Related Articles

Back to top button