সুশান্তের টুইট ডিলিট করেছে অন্য কেউ, মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সামনে আসছে একের পর এক রহস্য। অভিনেতার মৃত্যু রহস্যের তদন্ত করছে মুম্বই পুলিশ। তদন্তের জন্য সুশান্তের বিশেষ বান্ধবী সহ ২২ জনকে জেরা করেছে পুলিশ। সেই…

Avatar

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সামনে আসছে একের পর এক রহস্য। অভিনেতার মৃত্যু রহস্যের তদন্ত করছে মুম্বই পুলিশ। তদন্তের জন্য সুশান্তের বিশেষ বান্ধবী সহ ২২ জনকে জেরা করেছে পুলিশ। সেই জেরাতে বেশ কিছু তথ্য সামনে বেরিয়ে এসেছে। আর অভিনেতার মৃত্যুর পর গোটা বলিউডকে নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। অনেকেই মনে করছেন সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে।

কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে গলায় ফাঁস লেগে আত্মহত্যার তথ্য সামনে এসেছে। এমনকি একবার নয়, দুবার ময়নাতদন্ত করা হয়েছে। আর দুবারই এক রিপোর্ট এসেছে। এদিকে মুম্বই পুলিশ সন্ধেহ করছে সুশান্তের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে গত ৬ মাসের টুইট ডিলিট করা হয়েছে। শেষ টুইট রয়েছে গত ২৭ ডিসেম্বর, ২০১৯।

এরপরেই প্রশ্ন আসছে, তাহলে কি এই ৬ মাস অভিনেতা একটাও টুইট করেননি? নাকি তিনি সব ডিলিট করেছেন? আবার এটাও সন্দেহ করা হচ্ছে কেউ কি তাঁর টুইট ডিলিট করেছে? আর এই সব প্রশ্নের হদিশ পেতে মুম্বই পুলিশ টুইটারের দ্বারস্থ হয়েছেন।