টলিউডবিনোদন

করোনার প্রভাবে বন্ধ হতে পারে নেতাজি ও রাণী রাসমণি ধারাবাহিক

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: খুব তাড়াতাড়িই হয়তো শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজি’ ও ‘করুণাময়ী রাণী রাসমণি’। সূত্রের খবর অনুযায়ী, লকডাউন পরবর্তী প্রভাব পড়তে চলেছে এই দুই ধারাবাহিকের উপর। যেহেতু উক্ত চ্যানেলে ইতিমধ্যেই দুটি নতুন ধারাবাহিক ‘কাদম্বিনী’ ও ‘ক্ষীরের পুতুল’এর প্রোমো দেখানো হচ্ছে যার শ্যুটিং লকডাউন খুললেই শুরু হবে, অতএব নতুন দুই ধারাবাহিককে শ্লট দিতেই পুরোনো দুটি ধারাবাহিক শেষ করার কথা ভাবছে চ্যানেল কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

হুট করেই এই দুই ধারাবাহিক বন্ধ করা হবে না বরং বেশ কয়েকটি এপিসোডে এগুলি শেষ করে দেওয়া হবে, ততদিনে নতুন দুই ধারাবাহিকের শ্যুটিং পর্বও খানিকটা এগিয়ে থাকবে এমনটাই পরিকল্পনা চলছে। প্রথমে ‘ত্রিনয়ণী’ ধারাবাহিকটি বন্ধ করে তার পরিবর্তে ‘কাদম্বিনী’ চালু করার কথা থাকলেও ‘ত্রিনয়ণীর’ শ্যুটিং পর্ব বাড়ানো হয় এবং এরপরই শুরু হয়ে যায় লকডাউন।

Advertisement

লকডাউন পরবর্তী সময়ে করোনা নিয়ে সাবধানতা অবলম্বন করতে অন্যান্য ধারাবাহিকে এক দৃশ্যে দুজন শিল্পী নিয়ে কাজ করা সম্ভব হলেও ‘নেতাজি’ কিংবা ‘রাণী রাসমণী’র মতো পিরিয়ড ড্রামা ধারাবাহিকে তা কখনোই সম্ভব নয় ফলে এরকম কঠোর সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

এর আগেও কালার্স বাংলা নামক একটি চ্যানেলে লকডাউনের প্রভাবে চারটি চলতি ধারাবাহিক বিনা নোর্টিশে বন্ধ করা হয় ফলে কাজ হারিয়েছেন টেকনিশিয়ানসহ বহু শিল্পী। এরপর সেই প্রভাব আরও অন্যান্য ধারাবাহিকের উপর পড়বে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

অন্যদিকে চিন্তার বিষয় ‘রাণী রাসমণি’ এই মুহূর্তে যথেষ্ট টিআরপি গ্র্যাব করেছে সেরকম একটি ধারাবাহিককে বন্ধ করে ‘কাদম্বিনী’ শুরু করা খুবই চাপের যেহেতু স্টার জলসা ইতিমধ্যেই ‘প্রথমা কাদম্বিনী’ শুরু করে দিয়েছে ফলে দর্শকদের মনে কতখানি গ্রহনযোগ্যতা পাবে জি বাংলার ‘কাদম্বিনী’ সেই নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে চ্যানেল কর্মকর্তাদের কপালে।

Advertisement

Related Articles

Back to top button