ভাইরাল & ভিডিও

পাঁচটা সিংহের মুখোমুখি একটি ৪ ইঞ্চি সাইজের ছোট্ট কাকড়া, ভাইরাল ভিডিও

ছোট কাঁকড়া এবং পাঁচটি সিংহের এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে

Advertisement
Advertisement

বালির উপরে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে পাঁচটা বড়ো সিংহ। আর তাদের সামনেই আছে একটি ৪ইঞ্চি সাইজের কাঁকড়া। প্রথমেই দেখে মনে হবে, এক্ষুনি হয়তো এই সিংহের দলে কাকড়ার উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তাকে খেতে চাইবে। কিন্তু তেমনটা না। বরং এই সিংহের দল খুবই শান্ত ভাবে কাঁকড়া কে দেখছে। অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি জায়গায়।

Advertisement
Advertisement

একসাথে পাঁচখানা সিংহ মিলে একসাথে সেই কাকড়ার গতিবিধি লক্ষ্য করছে এবং তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। পশুরাজেরা যেভাবে এই কাকড়ার গতিবিধি লক্ষ্যে ব্যস্ত, তা দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মালামালা প্রাইভেট গেম রিজার্ভে এই ঘটনাটি ধরা পড়েছে এবং এই ঘটনার ভিডিও তুলেছে দুজন রেঞ্জার, রুগেরও ব্যারেটো এবং রবিন সেওয়েল।

Advertisement

এই ২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একবারের জন্যেও কাঁকড়া কে আক্রমণ করছে না পশুরাজরা। বরং ঠিক যেভাবে এই কাঁকড়া বালির উপর দিয়ে হেটে যাচ্ছে ঠিক তার পিছনে পিছনে এই সিংহগুলি হেঁটে যাচ্ছে। প্রথমে অবশ্য দুটো সিংহ এসেছিল কিন্তু তারপরে আরও তিনটি সিংহ এসে জড়ো হয়। দুজন রেঞ্জার এই ভিডিওটি ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, যা বর্তমানে রীতিমতো ভাইরাল।

Advertisement
Advertisement

ইতিমধ্যে ইউটিউবে ৮৫ হাজারের কাছাকাছি ভিউ তুলে নিয়েছে এই ছোট্ট কাঁকড়া এবং পাঁচ সিংহের ভিডিও। তবে এরকম ঘটনা বিড়ালের সঙ্গে অনেকেই দেখেছেন। যখন বিড়ালটা সামনে খুব ছোট্ট কিছু একটা দেখতে পায় তখন সে এরকম ভাবেই আচরণ করে থাকে। সিংহের এই ঘটনার সাথে অনেকেই বিড়ালের ঐ আচরণে তুলনা করেছেন। কিন্তু সিংহের এইরকম শান্ত আচরণ সত্যি লক্ষ্য করা যায় না।

Advertisement

Related Articles

Back to top button