জীবনযাপনসৌন্দর্য

Skin Care Tips : মাত্র ৪ টি জিনিস দিয়ে বানিয়ে ফেলুন এই নাইট ক্রিম, লাগালে ত্বক হবে চাঁদের মতো উজ্জ্বল

Advertisement
Advertisement

আমরা যতটা না হাতের পায়ের যত্ন নিই, তার থেকে বেশি যত্ন করি মুখের। এর জন্য বিভিন্ন ধরনের ফেস ওয়াস, ফেস ক্রিম, ময়েশ্চারাইজার ব্যবহার করি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী বিক্রি হয় আর মানুষ তার মধ্যে থেকে পছন্দ অনুযায়ী প্রোডাক্ট কিনে নেয়, অনেকে আবার ঘরোয়া উপকরণ দিয়েও বিভিন্ন ফেস মাস্ক বানান, ফেস ক্রিম বানান। আজকের এই প্রতিবেদনে জানানো হবে চারটি ঘরোয়া উপকরণ এর যেগুলি দিয়ে আপনিও বানিয়ে নিতে পারেন নাইট ফেস ক্রিম ( Homemade Night Face Cream).

Advertisement
Advertisement

নাইট ক্রিম বানানোর উপকরণ

Advertisement

১. ৬-৭ টি সাদাবাহার ফুল
২. ১-২ চা চামচ গোলাপ জল
৩. ১ চা চামচ শিয়া মাখন
৪. ১ চা চামচ অ্যালোভেরা জেল

Advertisement
Advertisement

পদ্ধতি

জল দিয়ে সাদাবাহার ফুল ধুয়ে নিন। এই ফুল প্রায় বাড়িতেই দেখা যায়। যাইহোক, এই ফুল ধুয়ে একটা ব্লেন্ডারে রাখুন। মিশিয়ে দিন অরগ্যানিক গোলাপ জল। এটিও আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন বা কিনতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর যেই রস তৈরি হবে ওটা ছেঁকে নিন। এরপর এর মধ্যে শিয়া মাখন (Shea Butter) ও অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। পরিমাণ লেখাই আছে, সবকিছু পরিমাণ ঠিকঠাক দিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া নাইট ক্রিম। শিয়া বাটার শক্ত হয়, তাই একে গলিয়ে নিতে হবে ক্রিম বানানোর জন্য। অনলাইনে অর্ডার করলে আপনি এই বাটার পেয়ে যাবেন। একটি কাঁচের পাত্রে সংরক্ষণ করলে দীর্ঘদিন থাকবে এই ক্রিম। রোজ রাতে এই ক্রিম মেখে ঘুমোলে আপনার ত্বকের মধ্যে কোনো কালচে ভাব থাকবে না, ত্বক হয়ে উঠবে মোলায়েম আর চকচকে।

Disclaimer: যেকোনো প্রসাধনী ব্যবহারের পূর্বে নিজে যাচাই করে নেওয়া সঠিক বলে বিবেচিত হবে। এই প্রতিবেদন কোনো প্ররোচনা মূলক নয়।

Advertisement

Related Articles

Back to top button